ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

রুট-বেয়ারেস্টোর শতক মিসে তৃতীয় দিন ইংলিশদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩ ১৬:৫৬

অ্যান্ডারসন-ব্রডে দিন পার ইংল্যান্ডের। গেটি ইমেজ অ্যান্ডারসন-ব্রডে দিন পার ইংল্যান্ডের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ কেনিংটন ওভালে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী অস্ট্রেলিয়া দু'দলই। তৃতীয় দিনে এসে সেই আধিপত্য একচ্ছত্র করেছে ইংলিশরা। ‘বাজবল’ ধাচের ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে একদিনেই স্বাগতিকরা তুলেছে প্রায় ৪০০ রান। ৯ রানের জন্য শতক বঞ্চিত হয়েছেন জো রুট।

ওভালে ১২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করা ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার জ্যাক ক্রোলি ও বেন ডাকেট নেমেই ‘বাজবল’ স্টাইলে তুলতে থাকেন রান। তাতেই মাত্র ৯ ওভারে ইংল্যান্ড পার করে দলীয় পঞ্চাশ রানের গণ্ডি৷ ৭ চারে ৪২ রান করা ডাকেটের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর ক্রোলিকে সঙ্গ দেন অধিনায়ক বেন স্টোকস। দু'জনই দ্রুত তুলতে থাকেন রান।

এই জুটিতে ভর করেই দলীয় একশ পার করে ইংল্যান্ড। ৫ চারে ৬১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্রোলি। তাতেই দ্বিতীয় উইকেটে ইংল্যান্ড পায় অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এই জুটিতে চড়ে লাঞ্চে যায় ইংল্যান্ড। লাঞ্চ থেকে ফিরে অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ক্রোলির ইনিংস। ৯ চারে ফিরেন ব্যক্তিগত ৭৩ রান করে। এরপর দলের হাল ধরেন বেন স্টোকস ও জো রুট।

তৃতীয় উইকেটে এই দু'জনও গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই দলীয় দুইশ পার করে ইংল্যান্ড। ৩ চার ও ১ ছক্কায় ৪২ রানে স্টোকস ফিরলে ভাঙে এই জুটি। চারে হ্যারি ব্রুকের ইনিংসও হয়নি বড়। পঞ্চম উইকেট জুটিতে দলের হাল ধরেন জো রুট ও জনি বেয়ারেস্টো। ৮ চার ও ১ ছক্কায় ৪২ বলে ঝড়ো হাফ সেঞ্চুরি তুলে নেন জো রুট।

রুট-বেয়ারেস্টোর জুটিতে ভর করেই বড় লিডের পথে হাঁটে ইংল্যান্ড। দু'জনই দ্রুত তুলতে থাকেন রান। তাতেই অনায়াসে তিনশ পার করে ইংলিশরা। ৭ চারে বেয়ারেস্টো পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। পঞ্চম উইকেটে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। দারুণ ব্যাট করতে থাকা জো রুট তখন ছুটছিলেন শতকের দিকেই। কিন্তু শতক থেকে মাত্র ৯ রান দূরে থাকতেই হারান খেই।

ফেরার আগে ১১ চার ও ১ ছক্কায় রুট খেলেন ৯১ রানের ইনিংস। এরপর বেয়ারেস্টোকে সঙ্গ দেন মঈন আলি। ১১ চারে ৭৮ রান করা বেয়ারেস্টোর বিদায়ে ভাঙে এই জুটি। দিনের শুরুর ছন্দ শেষ বিকেলে আর ধরে রাখতে পারেনি ইংলিশরা। তৃতীয় দিনের খেলা শেষ করার আগে ৯ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ৩৮৯ রান। এগিয়ে ৩৭৭ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে একাই ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩টি উইকেট নেন মারফি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷