অ্যাশেজ দিয়েই ক্যারিয়ারের ইতি টানছেন ব্রড
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩ ১৮:০৯

নট আউট ডেস্কঃ কেনিংটন ওভালে চলছে অ্যাশেজের সিরিজ নির্ধারনী পঞ্চম ও শেষ টেস্টের। আর এই টেস্টের মধ্য দিয়েই পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড। দা ওভালে শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে এই সিদ্ধান্ত ব্রড জানিয়েছেন নিজেই।
বিশ্বের দ্বিতীয় পেসার হিসেবে চলমান অ্যাশেজেই পেয়েছেন টেস্টে ৬০০ উইকেটের দেখা। অ্যাশেজে দারুণ ছন্দে থাকার পরও ৩৭ বছর বয়সী ব্রড জানিয়ে দিয়েছেন অবসরের ঘোষণা। স্কাই স্পোর্টসকে শনিবার তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরেই আমি এটা নিয়ে ভাবছি। আমার কাছে সবসময়ই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার লড়াই চূড়ান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমার যে লড়াই, সেটা আমি ভালোবাসি। অ্যাশেজ ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক ভালোবাসার। আমি চেয়েছি, আমার শেষ ব্যাটিং ও বোলিং হোক অ্যাশেজ ক্রিকেটে। এটা ছিল বিস্ময়কর এক অভিযাত্রা। নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের জার্সি পরতে পারা অনেক বড় পাওয়া।’
ব্রডের বিদায়ে ভাঙছে এই সংস্করণের ইতিহাসের সবচেয়ে সফলতম জুটির। যদিও তার সঙ্গী ৪১ বছর বয়সী জিমি অ্যান্ডারসন এই সংস্করণে ক্রিকেট এখনও চালিয়ে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। আপাতত তাই অবসরের ভাবনা নেই অ্যান্ডারসনের।
এদিকে চলমান টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে শুক্রবার রাতে অবসরের সিদ্ধান্ত নেন ব্রড। তৃতীয় দিনের খেলা শেষ নিয়ে ফেলেছেন চূড়ান্ত সিদ্ধান্ত।
এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত রাতে (শুক্রবার) আমি স্টোকসকে (ইংল্যান্ড অধিনায়ক) বলি, আজ সকালে ড্রেসিংরুমে জানাই। সত্যি বলতে আমার মনে হয়েছে, এটাই সঠিক সময়।’
‘এ নিয়ে আমি অনেক ভেবেছি। এমনকি গতকাল রাত আটটা পর্যন্তও ভেবেছি। এটা ঠিক পঞ্চাশ/পঞ্চাশ ছিল না, আমি কিছুটা অনিশ্চিত ছিলাম। তবে যখন আমি স্টোকসির রুমে যাই আর তাকে বলি, তখন আমি বেশ ভালো অনুভব করি।’
উল্লেখ্য, ২০০৭ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত টেস্টে ব্রডের উইকেট সংখ্যা ৬০২টি। দা ওভালে চলমান টেস্টে সেই সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে ব্রডের সামনে। এই সিরিজে এখন পর্যন্ত ২০ উইকেট নিয়েছেন ব্রড। খেলেছেন পাঁচ টেস্টের সবকটিতে। টেস্ট ছাড়াও ইংল্যান্ডের হয়ে ১২১টি ওয়ানডে ও ৫৬টি টি-টোয়েন্টিও খেলেছেন ব্রড। ২০১৬ সালে সাদা বলের ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে খেলছেন কেবল টেস্টেই।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: