ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ছয় ছক্কা মারা যুবরাজের চোখে ব্রড ‘কিংবদন্তি’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩ ২০:৩৫

যুবরাজ সিং ও স্টুয়ার্ট ব্রড। ফাইল ছবি যুবরাজ সিং ও স্টুয়ার্ট ব্রড। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ২০০৭ টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন ভারতীয় তারকা যুবরাজ সিং। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারের শেষটাও তখন দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু দেড় দশম বাদে যখন মাথা উঁচু করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ব্রড, ঠিক তখন তার নামের পাশে রয়েছে টেস্টে দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেট শিকারের তকমা।

গত শনিবার স্বেচ্ছায় পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ব্রড। এরপর থেকেই চারদিকে চলছে ব্রড বন্দনা। ওভালে আজ (সোমবার) ক্যারিয়ারের শেষ বারের মতো মাঠে নামবেন তিনি। যুবরাজের কাছে ছয় ছক্কা হজম করা ২১ বছর বয়সী ব্রড সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলেছেন দীর্ঘ ১৬ বছর। ক্যারিয়ারের সেরা সময়ে থেকেই ক্রিকেটকে বিদায় বলায় সবার প্রশংসায় সিক্ত হচ্ছেন ব্রড।

১৬ বছর আগে যুবরাজের ওমন কীর্তির জন্যই আলোচনা এসেছিলেন ব্রড। এবার ৩৭ বছর বয়সী ব্রডকে কিংবদন্তি আখ্যা দিয়েছেন স্বয়ং যুবরাজ সিং নিজেই। বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি দিতে গিয়ে জানিয়েছেন কুর্নিশ।

রবিবার টুইটারে যুবরাজ লিখেছেন, ‘স্টুয়ার্ট ব্রড সম্মান গ্রহণ করুন। অবিশ্বাস্য টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন। লাল বলের অন্যতম সেরা এবং সবচেয়ে বিপজ্জনক বোলার। একজন বাস্তব কিংবদন্তি। আপনার যাত্রা এবং সংকল্প বেশ অনুপ্রেরণাদায়ক হয়েছে। পরবর্তী পর্যায়ে শুভকামনা ব্রডি।’

শনিবার ব্রডের অবসর ঘোষণার পর সংবাদ সম্মেলনেও অবধারিতভাবেই উঠেছিল সেই ছয় ছক্কার প্রশ্ন। সেই প্রসঙ্গে ব্রড বলেছেন, ‘ওটা খুবই কঠিন দিন ছিল। আমার বয়স তখন কত, ২১, ২২? প্রচুর শিখেছি। আমি সেই অভিজ্ঞতার মাধ্যমে জেনেছি সেই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে আমি ভালো পারফরমার ছিলাম না। তখন দ্রুত বলের জন্য প্রস্তুত হয়ে যেতাম, দৌড়ানোর আগে খুব একটা প্রস্তুতি নিতাম না। আমার কোনো ফোকাস ছিল না। সেই অভিজ্ঞতার পরই আমি আমার ‘যোদ্ধা ভাব’ তৈরি করতে শুরু করি।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷