ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আইসিসির মাসসেরার দৌড়ে আছেন যারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৩ ২২:২৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজ জিততে না পারলেও ব্যাট-বলে দারুণ ধারাবাহিক ছিলেন ইংল্যান্ডের জ্যাক ক্রলি এবং ক্রিস ওকস। আইসিসির মাসসেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই দুই ইংলিশ ক্রিকেটার। এ ছাড়া মনোনয়ন পাওয়া তৃতীয়জন হলেন নেদারল্যান্ডের ক্রিকেটার বাস ডি লিড।

সোমবার (৭ আগস্ট) জুলাই মাসের সেরা ক্রিকেটারদের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বাজবলের ইংল্যান্ডের খেলার চিন্তাভাবনা পরিবর্তনের সম্ভবত সেরা মূর্ত প্রতীক জ্যাক ক্রলি। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে মাসসেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে ১৮২ বলে খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। জুলাই মাসে ৫৮.৮৫ গড়ে ৪১২ রান করেছেন ক্রলি।

অন্যদিকে অ্যাশেজের প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি ক্রিস ওকস। তবে বাকি ম্যাচগুলোতে নিয়মিত একাদশে জায়গা পেয়েই ইংল্যান্ডকে সিরিজে ফেরাতে উজ্জল ছিলেন এই পেস অলরাউন্ডার। মাত্র তিন ম্যাচ খেলেই সিরিজসেরাও হয়েছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

হেডিংলিতে তৃতীয় টেস্টে দুই ইনিংসে ৬টি উইকেট নেন ওকস। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ৫ উইকেট এবং শেষ টেস্টের দুই ইনিংসে মোট ৭ উইকেট নেন ডানহাতি এই পেসার। এ ছাড়া ব্যাট হাতেও ইংল্যান্ডকে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করতে সাহায্য করেন তিনি। গেল মাসে বল হাতে ওকসের গড় মাত্র ১৮.১৫।

আইসিসির তালিকায় জায়গা পেয়েছেন ডাচ অলরাউন্ডার ডি লিডও। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসকে অনেকটা একাই টেনেছেন তিনি। বিশ্বকাপের মূল পর্বে টেনে তুলেছেন বাস ডি লিড। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের রেকর্ড গড়েন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷