ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন হাসারাঙ্গা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৩ ১৮:৩৮

সাদা পোশাকে হাসারাঙ্গার বিদায়। ফাইল ছবি সাদা পোশাকে হাসারাঙ্গার বিদায়। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ শ্রীলঙ্কার রঙিন পোশাকে দলের অপরিহার্য একজন হচ্ছেন তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। রঙিন পোশাকে যতটা নিয়মিত এই তারকা অলরাউন্ডার, সাদা পোশাকে ঠিক ততটাই অনিয়মিত। ২০২০ সালে ক্রিকেটের বনেদি সংস্করণে অভিষেক হলেও খেলেছেন মাত্র ৪টি টেস্ট। এবার টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কার এই তারকা অলরাউন্ডার।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর হাসারাঙ্গার এমন সিদ্ধান্ত আকস্মিক মনে হলেও আদতে তা কিন্তু নয়৷ কারণ, শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০২১ সালে খেলেছিলেন টেস্ট। এরপর থেকেই এই ফরম্যাটে নিজেকে সরিয়ে রেখেছিলেন তিনি। মূলত, রঙিন পোশাকের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা। নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যে লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে জানিয়ে দিয়েছেন তিনি।

লঙ্কান বোর্ড ও হাসারাঙ্গার অনুরোধ গ্রহণ করেছে। লঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও এক বিবৃতিতে জানিয়েছেন, 'আমরা তার সিদ্ধান্ত মেনে নেব এবং আত্মবিশ্বাসী যে হাসরাঙ্গা সাদা বলে দলের গুরুত্বপূর্ণ অংশ হবে।'

উল্লেখ্য, টেস্টের ছোট ক্যারিয়ারে খুব একটা আলো ছড়াতে পারেননি হাসারাঙ্গা। ৪ টেস্টের ক্যারিয়ারে ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। আর বল হাতে পেয়েছেন মাত্র ৪ উইকেট। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া হাসারাঙ্গা ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন নিজের সবশেষ টেস্ট।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷