ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রোহিত-কোহলিদের কটাক্ষ করে বাবরকে প্রশংসায় ভাসালেন জাভেদ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৩ ২১:৫২

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সপ্তাহ দুয়েক বাদে এশিয়া কাপে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এরপর ওয়ানডে বিশ্বকাপেও মুখোমুখি হবে এই দু'দল। বাইশ গজে মাঠে নামার আগেই ইতিমধ্যেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের কথার লড়াই জমে গেছে। এই ম্যাচ ঘিরে ভক্ত, সমর্থক থেকে শুরু করে সাবেক কিংবা ক্রিকেট বিশ্লেষকরা দিচ্ছেন নিজেদের মতামত। কেউ বা এগিয়ে রাখছে ভারতকে, কারো চোখে সেরা পাকিস্তান। 

এদিকে পাকিস্তানের সাবেক বোলার আকিব জাভেদ রোহিত-কোহলিদের নিয়ে করেছেন কটাক্ষ। অন্যদিকে রীতিমতো প্রশংসায় ভাসালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। সাবেক এই পাক তারকা অধিনায়ক হিসেবে রোহিতের চাইতে বাবরকেই রাখছেন এগিয়ে। এছাড়া ব্যাটসম্যান কোহলির চাইতে তার চোখে পাকিস্তান অধিনায়কই বেশি ধারাবাহিক। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আকিব জাভেদ বলেছেন, ‘বাবর আজম অবশ্যই রোহিত শর্মার চেয়ে ভালো অধিনায়ক। বাবর সম্মান অর্জন করেছেন এবং দলে তিনি যেভাবে পারফর্ম করছেন তা দেখার মতো। আমি নিশ্চিত ভারতের ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই ভাবছেন কেন রোহিত অধিনায়ক।’

অন্যদিকে বিরাট কোহলির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেছেন, ‘বিরাট কোহলি বাবর আজমের মতো ধারাবাহিক নন। কোহলির ধারাবাহিকতা টুকরো টুকরো হয়ে গেছে এবং তারপরে তিনি লাইনচ্যুত হয়েছেন। বাবর অধিনায়কত্ব নিয়ে আধিপত্য বিস্তার করেছেন।’

এরপর এই ভারতীয় তারকাকে কটাক্ষ করে আকিব জাভেদ বলেছেন, ‘রোহিত শর্মা আর কত দিন খেলবেন? আপনি যদি কোহলিকে বাবরের সঙ্গে তুলনা করেন, তাহলে তার একটি দুর্দান্ত সময় আছে এবং তারপরে পতন হয়েছে। সে একজন দুর্দান্ত খেলোয়াড় কিন্তু এখন সেটা নয়। সে বাবরের মতো ধারাবাহিক নয়। সেজন্যই আমি বলছি বিশ্বকাপের ম্যাচে ভারতকে আবার হারানোর এটাই সেরা সুযোগ পাকিস্তানের।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷