মাঠে ফিরে সিরিজ সেরা বুমরাহ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩ ১৮:১১

লম্বা সময় ধরে চলল বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী করা গেল না। তাতে ভেস্তে গেল আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
ডাবলিনে সিরিজের শেষ ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। কিন্তু বৃষ্টির বাগড়ায় টসই করা সম্ভব হয়নি। রাত ১১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তাতে এবারই প্রথম ভারত-আয়ারল্যান্ডের মধ্যকার কোনো টি-টোয়েন্টি ম্যাচে ফলাফল আসেনি। এর আগে খেলা সবগুলো টি-টোয়েন্টিতেই হেরেছে আইরিশরা। এই সিরিজের প্রথম দুই ম্যাচের জয়ী দল ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে।
নিয়মিতদের অনেককে ছাড়াই এই সিরিজে খেলে ভারত। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরার সিরিজে দলকে নেতৃত্ব দেন পেসার জাসপ্রিত বুমরাহ। দুই ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.৮৭ করে রান দিয়ে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন তিনিই।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: