নির্বাচকদের পাশে বাদ পড়া অশ্বিন
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩ ১৯:৫২

ভারতের এশিয়া কাপ দলে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের৷ একই সাথে ১৭ সদস্যের দলে নেই যুজভেন্দ্র জাহাল, সঞ্জু স্যামসনের মত ক্রিকেটার৷ চমক দিয়ে ঘোষিত দলে জায়গা পেয়েছেন বর্মা৷ সবমিলিয়ে এই দলকে নিয়ে সমালোচনা করছেন সাবেকদের কেউ কেউ৷
দলে জায়গা না হলেও সমালোচনার বিপক্ষে রয়েছেন অশ্বিন৷ ভারতের মত দলের স্কোয়াড নির্বাচন করা সহজ কাজ নয় বলেও উল্লেখ করেছেন তিনি৷
নিজের ইউটিউব চ্যানেলে নির্বাচকদের সমর্থন জানিয়ে অশ্বিন বলেন, সমর্থকদের উদ্দেশেও দেন বার্তা 'নির্বাচকরা জানেন তারা কী করছেন। ভারতের মতো এত বড় দেশে স্কোয়াড নির্বাচন করতে গেলে কিছু মূল খেলোয়াড় বাদ পড়ে যাবে। আপনার প্রিয় খেলোয়াড় নেই বলে বাকিদের ছোট করবেন না।'
সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো না করলেও তিলককে দলে নেওয়ার সিদ্ধান্তও পড়ছে সমালোচনায়। অশ্বিন তিলকের পক্ষেও ব্যাট ধরেছেন, 'তিলক আয়ারল্যান্ড সিরিজে ভালো করেনি কিন্তু প্রথম বল থেকেই দেখিয়েছে তার অবিশ্বাস্য প্রতিভা। এই তরুণ পরিষ্কার মাথা নিয়ে ব্যাট করতে আসে। সে স্কোয়াডে সতেজতা নিয়ে এসেছে।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: