নেট ব্যাটিংয়ে উইলিয়ামসন, ফিরছেন বিশ্বকাপ দলে
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩ ২০:৩৮

নট আউট ডেস্ক: ইনজুরি থেকে প্রায় মুক্ত কেন উইলিয়ামসন৷ ইতমধ্যে নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন এই কিউই তারকা৷ পুরোপুরি ফিট হলে বিশ্বকাপ দলে থাকছেন তিনি৷ এ নিয়ে স্বস্তিতে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড ৷
বিশ্বকাপ দলে থাকতে পরিশ্রম করতে হবে উইলিয়ামসনকে৷ কেননা আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড জমা দিতে হবে৷ যদিও ২৮ তারিখ পর্যন্ত পরিবর্তন করা যাবে খেলোয়াড়৷ এই সুযোগ কাজে লাগাতে পারে নিউজিল্যান্ড৷
উইলিয়ামসন বিষয়ে কোচ স্টেড বলেন, ‘আমাদের হাতে দল ঘোষণার জন্য এখন থেকে প্রায় দুই সপ্তাহ সময় আছে। তাকে প্রতিটি সুযোগ দিতে এবং সেই পুরো সময়টা সম্পূর্ণ ব্যবহার করতে চাই।’
‘তিনি এখন পুরোপুরি পুনর্বাসনের মধ্যে আছেন। নেটে আবারও ব্যাটিং করছেন, যা দেখতে খুব ভালো লাগছে। আসলেই ভালো উন্নতি করছেন। কিন্তু তাকে নিয়ে অনেক কাজ করা বাকি। আমরা তাকে যে স্থানে দেখতে চাই, সেটি যেন নিশ্চিত করতে পারি।’
ভারতে হতে চলা বিশ্বকাপে প্রথমদিকের কয়েকটি ম্যাচ খেলার মতো ফিট না হলেও উইলিয়ামসনকে স্কোয়াডে রাখা হতে পারে। অথবা রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় ৩৩ বর্ষী তারকাকে রাখা হতে পারে।
স্টেডের ভাষ্য, ‘এমন সম্ভাবনা আছে যে কেনের নাম স্কোয়াডে থাকলেও তাকে টুর্নামেন্টের শুরুতে পাওয়া যাবে না। শুরু থেকে খেলার জন্য তিনি প্রস্তুত হতে পারেন, আবার নাও হতে পারেন। অবশ্যই আমরা তাকে বিশ্বকাপে চাই। আবার বৃহত্তর দিকটাও ভাবনায় রাখতে হবে। কেন উইলিয়ামসনকে তার ক্যারিয়ারের বাকি সময়টায় আমরা ফিট দেখতে চাই।’
উল্লেখ্য: সবশেষ আইপিএলে নিজের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন উইলিয়ামসন৷
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: