এক যুগ আগের ভারত 'অভিজ্ঞতা' পুঁজি সাউদির
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩ ১৭:২১

নট আউট ডেস্ক: ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের তরুণ সদস্য ছিলেন টিম সাউদি৷ আসন্ন বিশ্বকাপের আগে সবকিছু ঠিকঠাক থাকলে একই দলের সবচেয়ে সিনিয়র পেসার হয়ে খেলবেন এই বোলার৷ এক যুগ আগে ভারতের মাটিতে খেলা বিশ্বকাপ অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান তিনি৷
তিনি বলেন, 'সৌভাগ্যবশত আমি এখানে ২০১১ সালের বিশ্বকাপ খেলতে পেরেছি। এটা ছিল আমার জন্যে দারুণ এক অভিজ্ঞতা। সেখানে খেলতে পেরে আপনার সবসময়ই ভালো লাগার কথা।
'যেসব মাঠে খেলা হবে সেখানে তারা খেলেছে এবং পর্যাপ্ত জ্ঞানও তাদের হয়েছে। যদিও এটা ভিন্ন ফরম্যাটে হবে (ওয়ানডে বিশ্বকাপ)। তবে অতীতের অভিজ্ঞতা এখানে কাজে লাগবে। সৌভাগ্যবশত আইপিএলেও আমি অনেক ম্যাচ খেলেছি। প্রতি মুহূর্ত উপভোগ করেছি।
আন্তর্জাতিক সমৃদ্ধ ক্যারিয়ারের পাশাপাশি আইপিএল অভিজ্ঞতা রয়েছে সাউদির৷ ভারতের মাঠের সাথে ভালোই পরিচিত এই পেসারের৷
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: