ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিতল ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪২

৮৬ রানের ইনিংস খেলেছেন জনি বেয়ারেস্টো। গেটি ইমেজ ৮৬ রানের ইনিংস খেলেছেন জনি বেয়ারেস্টো। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ দাপুটে ক্রিকেট খেলে আগের ম্যাচেই কিউইদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল ইংলিশরা। সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেমে ফের কিউইদের উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। ফলে চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জস বাটলারের দল।

ম্যানচেস্টারের ওল্ড ওল্ড ট্রাফোর্ডে এদিন আগে ব্যাট করে, জনি বেয়ারেস্টোর ও হ্যারি ব্রুকের ঝড়ে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের পাহাড় গড়ে স্বাগতিক ইংল্যান্ড। জবাব দিতে নেমে গাস অ্যাটকিনসনের তোপে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। ফলে ৯৫ রানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশরা।

ম্যানচেস্টারে ১৯৯ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই দুই ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় পঞ্চাশ পার করার আগে গ্লেন ফিলিপসের উইকেটও হারিয়ে বসে সফরকারীরা। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন টিম সেইফার্ট ও মার্ক চ্যাপম্যান। কিন্ত ইংলিশ বোলারদের তোপে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। 

এক পর্যায়ে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৩ রানেই থামে নিউজিল্যান্ড। ফলে ৯৫ রানের বড় জয় পায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে টিম সেইফার্টের ব্যাট থেকে। গ্লেন ফিলিপস করেন ২২ রান। ইংল্যান্ডের পক্ষে একাই চারটি উইকেট নেন গাস অ্যাটকিনসন। আদিল রশিদের শিকার ২ উইকেট। 

এর আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৮ রানের পাহাড় গড়ে স্বাগতিক ইংল্যান্ড। ৮ চার ও ৪ ছক্কায় ৬০ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন জনি বেয়ারেস্টো। এছাড়া ৫টি করে চার ও ছক্কায় হ্যারি ব্রুক করেন ৬৭ রান। নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি নেন ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷