সৌদির অর্থ বদলে দিবে ক্রিকেটের ভবিষ্যত
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১০

নট আউট ডেস্কঃ ফুটবলের পর ক্রিকেটে পাখির চোখ রাখছে সৌদি আরব। নিজ দেশে উন্মোচন করতে পারে ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ। এমনটি হলে আইপিএলকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যেমন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকসের মতে, অর্থের সাথে প্রতিযোগীতা করা সম্ভব না।
স্টোকস বলেন, 'আপনি অর্থের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন না, বিশেষ করে সৌদি আরব কিছু মানুষের পেছনে যেভাবে টাকা খরচ করছে। সবাই যার যার জীবনে বা ক্যারিয়ারে ভিন্ন অবস্থানে থাকতে পারে, তখন অন্যান্য জিনিস তাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়।'
বছরের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল আইএলটি টি-টোয়েন্টি লিগ। দলগুলোর পেছনে অর্থ ব্যয় করেছিল সৌদির ধনকুপদের কেউ কেউ। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড খবর প্রকাশ করেছিল, সৌদিতে ফ্র্যাঞ্চাইজি আসর বসাতে চায়।
স্টোকস বলেন, 'আমি মনে করি, আগামী পাঁচ থেকে দশ বছরে খেলাধুলাকে সৌদি আরব কোথায় নিয়ে যায় সেটা দেখাটা রোমাঞ্চকর হবে। শুধু ক্রিকেট, ফুটবল, রাগবি বা গলফ নয়; খেলাধুলার পরিবর্তন কীভাবে আসে সেটা দেখাটা রোমাঞ্চকর হবে।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: