মেন্টর নয়, অধিনায়ক হিসেবে ভারত বিশ্বকাপে উইলিয়ামসন
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৬

নট আউট ডেস্ক: সবশেষ আইপিএলে চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন৷ লম্বা সময়ের জন্য ছিলেন মাঠের বাইরে৷ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা ছিল এতদিন৷ তবে এবার স্বস্তি দেশটির ক্রিকেটপ্রেমীদের জন্য৷ কেননা বিশ্বকাপ দলে থাকছেন এই তারকা ক্রিকেটার৷
বিশ্বকাপ স্কোয়াড এখনও ঘোষণা করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ তবে বোর্ডের তরফে জানানো হয়েছে বিশ্বকাপ দলে থাকছেন উইলিয়ামসন ৷
বোর্ড জানিয়েছে, 'আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে (বিশ্বকাপে) তাকে পাওয়া যাবে।'
ভারত বিশ্বকাপে উইলিয়ামসনকে পেতে চেয়েছিল ম্যানেজম্যান্ট৷ খেলোয়াড় হিসেবে না হলেও মেন্টর হিসেবে রাখা হতো দলে৷ তবে শেষ পর্যন্ত এসব কিছু করতে হচ্ছে না৷ তিনি দলে ফিরলে আবারও দলটির অধিনায়ক হবেন তা বলার অপেক্ষা রাখেনা৷
উল্লেখ্য: আগামী ১১ সেপ্টেম্বর ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে এনজেডসি।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: