ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কনওয়ে-মিচেলের জোড়া শতকে পাত্তাই পেল না ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৪

কনওয়ে, মিচেলের ব্যাটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার। গেটি ইমেজ কনওয়ে, মিচেলের ব্যাটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ কার্ডিফে শুরু হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার চার ম্যাচের ওয়ানডে সিরিজ। টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরানো কিউইরা দাপুটে জয় দিয়েই শুরু করেছে ওয়ানডে সিরিজ। বেন স্টোকসের প্রত্যাবর্তনের ম্যাচে আলো ছড়িয়েছেন দুই কিউই তারকা ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। 

কার্ডিফে এদিন আগে ব্যাট করে চার ফিফটিতে ২৯১ রানের পাহাড়সম টার্গেট দাঁড় করায় ইংল্যান্ড জবাব দিতে নেমে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া শতকে, ২৬ বল ও ৮ উইকেট হায়ে রেখেই বড় জয় তুলে নেয় কিউইরা। এই জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। 

২৯২ রানের পাহাড় টপকাতে নেমে কিউইদের উড়ন্ত সূচনা এনে দেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ওভার প্রতি ছয় রান করে তুলে উদ্বোধনী জুটিতেই এই দু'জন মিলে যোগ করেন ৬১ রান। ৫ চারে ২৯ রান করা ইয়ংকে ফিরিয়ে ইংলিশদের দিনের প্রথম সাফল্য এনে দেন আদিল রশিদ। এরপর হেনরি নিকোলসকে সঙ্গ নিয়ে দলকে লড়াইয়ে রাখেন কনওয়ে।

এই দু'জনের ব্যাটে দলীয় একশ পার করে নিউজিল্যান্ড। হাফ সেঞ্চুরি তুলে নেন ডেভন কনওয়ে। দলীয় ১১৭ রানের মাথায় ২৬ রান করা নিকোলসের বিদায়ে ভাঙে এই জুটি। তৃতীয় উইকেটে কনওয়েকে সঙ্গ দেন ড্যারিল মিচেল। কনওয়ে একপ্রান্ত আগলে রেখে রান তুলতেও, নেমেই আগ্রাসী ব্যাট করতে থাকেন মিচেল।

৫৪ বলে হাফ সেঞ্চুরি তুলে দলীয় দুইশ পার করান ড্যারিল মিচেলই। তৃতীয় উইকেটে এই জুটিতে কিউইরা পায় অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। শুরু থেকেই ঠাণ্ডা মেজাজে ব্যাট করতে থাকা কনওয়ে ১৩ চারে তুলে নেন শতক। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া মিচেল হয়ে উঠেন আরও বিধ্বংসী। তাতেই জয়টা সহজ হয়ে যায় কিউইরদের।

দেড় শ ছাড়ানো এই জুটি শেষ পর্যন্ত আর ভাঙতেই পারেনি ইংলিশ বোলাররা। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৮৪ বলে দুর্দান্ত এক শতক তুলে নেন ড্যারিল মিচেল। শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখেই বড় জয় নিশ্চিত করে কিউইরা। ১৩ চার ও ১ ছক্কায় ১১১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে। ৭টি করে চার ও ছক্কায় ১১৮ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। 

এর আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৫টি চার ও ২টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭২ রান করেন অধিনায়ক জস বাটলার। এছাড়া ডেভিড মালান ৫৪ ও লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ৫২ রান। প্রত্যাবর্তনের ম্যাচে রানের দেখা পাওয়া বেন স্টোকস করেন ৫২ রান। কিউইদের পক্ষে ৩ উইকেট নেন রাচীন রাবিন্দ্রা। এছাড়া ২ উইকেট শিকার টিম সাউদির।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷