অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় নরকিয়া
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৬

নট আউট ডেস্কঃ চলছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন আফ্রিকান পেসার অ্যানরিখ নরকিয়া। কোমরের নিচের অংশের চোটে ছিটকে যেতে পারেন সিরিজের বাকি দুই ম্যাচেও।
ইনজুরির গভীরতা জানতে স্ক্যান করানো হয়েছে। স্ক্যান রিপোর্ট ভালো আসেনি এই ফাস্ট বোলারের। যার ফলে তৃতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে।
(১২ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে আছে সাউথ আফ্রিকা। প্রোটিয়ারা সিরিজে ফেরার মিশনে দলের অন্যতম এই অভিজ্ঞ পেসারকে পাচ্ছে না।
সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো করতে পারেননি নরকিয়া। নরকিয়ার জায়গায় আপাতত দলটি ভরসা রাখছে জেরাল্ড কোয়েতজের ওপর।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: