ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল পাকিস্তান, সুযোগ হাতছাড়া ভারত-অস্ট্রেলিয়ার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৯

পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি পাকিস্তান ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ এশিয়া কাপের ১৬তম আসরের শিরোপা ঘরে তুলেছে ভারর। একপেশে ফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে অলআউট করে দিয়ে ৬.১ ওভারেই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। এই নিয়ে রেকর্ড অষ্টম এশিয়ান শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছে ভারত। লঙ্কানদের বিধ্বস্ত করেও অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকাতে পারেনি তারা। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই থেকে গেছে পাকিস্তান। 

আইসিসির সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বাবর আজমের পাকিস্তান। এশিয়া কাপের ফাইনাল শেষে ভারত এবং পাকিস্তান উভয় দলেরই রেটিং পয়েন্ট সমান ১১৫ করে। তবে কম ম্যাচ খেলায়, ভগ্নাংশের বিচারে ভারতকে টপকে পাকিস্তান ধরে রেখেছে শীর্ষস্থান। অন্যদিকে ভারতের অবস্থান এখন দুইয়ে। 

ভারতের সামনে সুযোগ ছিল র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠার। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের কাছে ম্যাচ হেরেই কপাল পুড়েছে তাদের। বাংলাদেশের কাছে ৬ রানের হারে পাকিস্তানকে আর টপকাতে পারল না ভারত। এদিকে শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া করেছে অস্ট্রেলিয়াও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেও, পরের তিনটা হেরে খুইয়েছে সিরিজ। তাতেই পাকিস্তান ও ভারতের পর র‍্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছে এখন অজিরা।

এদিকে সবশেষ র‍্যাঙ্কিংয়ে হালনাগাদে চারে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে যথাক্রমে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে সপ্তম স্থানে ফের উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা নেমে গেছে র‍্যাঙ্কিংয়ের আটে। শীর্ষ দশের বাকি দুই দল হচ্ছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। 

 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷