রয়ের না থাকা খেলার নৃশংসতা !
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৪৬

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ প্রাথমিক দলে ছিলেন জেসন রয়। অপরদিকে এই দলে ছিলেন না হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত বিশ্বকাপ মূল দলে জায়গা পেয়েছেন ব্রুক। আর বাদ পড়েছেন জেসন রয়। অনেক সময় ভালো খেলোয়াড়রাও দলের বাইরে থাকেন, আর এটিই খেলা নৃশংসতা বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।
বাটলার বলেন, ‘জেসন অবশ্যই টপ অর্ডার রিজার্ভ হবেন। হ্যারি, আমাদের অনুভব করিয়েছে যে সে আমাদের বৈচিত্র এনে দিতে পারে। সে ১-৬ নম্বর ব্যাটিং অর্ডার পর্যন্ত কাভার করতে পারবে। যা আমাদের স্কোয়াডের জন্য লাভজনক। কিন্তু অনেক সময় ভালো খেলোয়াড়রাও বাইরে থাকে। এটাই আসলে খেলার নৃশংসতা।’
বিশ্বকাপ দলে জেসন রয় নেই। রয়কে এমন কথা জানানো বাটলারের জন্য কঠিন ছিলেও বলে জানিয়েছেন নিজে।
ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘ফোন করাটা আসলে কঠিন ছিল। আমার মনে হয় না যেকোন সময়ই এটা একেবারে সহজ। এটা অধিনায়কের কাজের অংশ যা উপভোগ্য নয়। তারা ভালো বন্ধু হোক কিংবা না হোক। এটা সুন্দর কাজ নয়। আমি মনে করি এই খবরটি দেয়া আমার দায়িত্ব। সে একজন দুর্দান্ত সতীর্থ, তাকে কল করাটা কঠিন ছিল।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: