বিশ্বকাপেও অনিশ্চিত টিম সাউদি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯

নট আউট ডেস্কঃ বাংলাদেশ সিরিজে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। তবে এই দলে রয়েছেন বিশ্বকাপে থাকা পাঁচ ক্রিকেটার। ইনজুরির কারণে সফরে আসতে পারেননি টিম সাউদি। আসন্ন বিশ্বকাপ মিসও করতে পারেন এই তারকা ক্রিকেটার।
গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চোট পেয়েছিলেন সাউদি। লর্ডসে স্লিপ অঞ্চলে জো রুটের ক্যাচ তালুবন্দি করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছেন তিনি। বিশ্বকাপের দলে সাউদিকে পাওয়া যাবে কিনা সে বিষয়ে শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।
যদিও কিউই টিম ম্যানেজমেন্ট আশা করছে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারবেন দলের অন্যতম সেরা এই পেস অস্ত্র।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: