ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

এভাবে বিশ্বকাপে খেলাটা ‘আদর্শ’ নয়, মানছেন উইলিয়ামসনও

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইনজুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। আসন্ন বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের নেতাও তিনি। শতভাগ ফিট না হলেও তিনি থাকছেন বড় দায়িত্বে। এভাবে বিশ্বকাপ খেলা মোটেও আদর্শ কিছু নয়। নিজেও মানছেন উইলিয়ামসন। 

তিনি বলেন, 'স্বাভাবিকভাবে এটা আদর্শ কিছু নয় (বিশ্বকাপে ফেরা)। তবে এটা নিয়ে আমার খুব বেশি কিছু বলারও নেই। এটাই ছিল আমার সামনে একমাত্র অপশন। আরেকটি বিশ্বকাপ খেলতে পারাটা হবে সত্যিকার অর্থেই রোমাঞ্চকর।'

তবে শেষ মুহূর্তে যদি নিজেকে পুরোপুরি ফিট হিসেবে না দেখেন, তাহলে একাদশ থেকেই নিজেকে সরিয়ে নেবেন বলে জানিয়েছেন উইলিয়ামসন। আপাতত ২০১৯ বিশ্বকাপে রানারআপ হওয়া অধিনায়কের লক্ষ্য যেকোনোভাবে বিশ্বকাপ খেলা।

তিনি আরও বলেন, 'আমি কেবল তখনই সেখানে (একাদশে) থাকব যদি আমি কিছু করে দেখাতে পারি এবং আমি খেলার মতো ফিট থাকি। ইনজুরি নিয়ে এভাবে কাজ করাটাও পেশাদারিত্বের অংশ। পরের লক্ষ্য যেটাই হোক নিজেকে প্রস্তুত করছি।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷