ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ সফরের পূর্ণশক্তির দল ঘোষণা নিউজিল্যান্ডের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩ ১১:৫৭

বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। গেটি ইমেজ

বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। গেটি ইমেজ

বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। বিশ্বকাপের পরপরই দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এবার বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা যেখানে চলমান বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে দলে জায়গা পেয়েছেন রাচিন রবিন্দ্র।

দুই টেস্টের এই সিরিজ খেলতে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। টিম সাউদির নেতৃত্বে এই দলে রাখা হয়েছে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকেও। এছাড়া কন্ডিশন বিবেচনা দলে রাখা হয়েছে এক ঝাঁক তারকা স্পিনার। সুযোগ পেয়েছেন মিচেল স্যান্টনার, এজাজ প্যাটেল, ইশ সোধিরা।

বিজ্ঞাপন

undefined

এদিকে চোটের জন্য দলে জায়গা হয়নি স্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। অন্যদিকে বিশ্বকাপে ভালো করায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন গ্লেন ফিলিপস। তবে স্কোয়াডে রাখা হয়নি পেসার ট্রেন্ট বোল্টকে। 

দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ২১ নভেম্বর বাংলাদেশ সফর আসবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের প্রথম টেস্ট মাঠে গড়াবে। সিরিজের পরের টেস্ট ৬ ডিসেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 নিউজিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।

 

-নট আউট/টিএ 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷