জিম্বাবুয়ের বিপক্ষে উগান্ডার ঐতিহাসিক জয়
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩ ১১:৩২

নট আউট ডেস্কঃ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে চমক সৃষ্টি করেছে উগান্ডা। প্রথমবারের মত কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় পেল দলটি।
গত রবিবার নামিবিয়াার উইন্ডহকয়েতে আগে ব্যাট করে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান।
টার্গেট তাড়া করতে নেমে ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন আলপেশ রামজানি। ২৮ বলে ৫টি চার আর এক ছক্কায় ৪২ রান করেন রিয়াজাত আলি শাহ।
বাছাই পর্বে প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ফিকে হয়ে গেল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারের পর তানজানিয়ার বিপক্ষে জিতেছিল সিকান্দার রাজারা। আজ উগান্ডার বিপক্ষে হেরে দুশ্চিন্তায় পড়েছে জিম্বাবুয়ে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: