ইতিহাস বদলাতে চান শান মাসুদ
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ ১০:৩১

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার পাকিস্তান টেস্ট সিরিজ খেলেছিল ১৯৬৪ সালে। গত ৫৯ বছর অজিদের মাটিতে টেস্ট সিরিজের সংখ্যা ১৩। পাকিস্তানের ১১ জন অধিনায়ক নেতৃত্ব দিয়েছিল ১৩ সিরিজে। তবে সফল হতে পারেনি কেউ। অর্থ্যাৎ কারও অধীনে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জয় নিয়ে ফিরেনি পাকিস্তান। ১২তম অধিনায়ক হিসেবে শান মাসুদ চাইছেন ইতিহাসে বদল আনতে।
সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ শেষে নেতৃত্ব ছেড়েছেন বাবর আজম। এরপরই টেস্ট ক্রিকেটে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাটার শান মাসুদকে। অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া সফর।
অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নতুন অধিনায়ক বলেন, ‘আপনি যখন ইতিহাসে কোনো কিছু অর্জন করেননি, তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। ফলে আমরা পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফল আনার চেষ্টা করব।’
নতুন অধিনায়ক হিসেবে নিজের সামগ্রিক লক্ষ্যের কথা জানাতে গিয়ে মাসুদ বলেন, ‘দেশই সবার আগে, কিন্তু প্রতিদিনের ফলের ওপর নির্ভর করলেই সমস্যা তৈরি হয়। আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যেটি আমাদের সমর্থকেরা উপভোগ করতে পারে। আমাদের সমর্থকেরা প্রচেষ্টা ও লড়াই চায় আমাদের কাছ থেকে এবং প্রতিদিনের ফলের চেয়ে সেটিই বেশি গ্রহণযোগ্য তাদের কাছে।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: