বিশ্বকাপ খেলার নিশ্চয়তা পাচ্ছেন না রোহিত
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৯

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে হতে পারতেন সেরা অধিনায়ক। তবে ফাইনাল হারে পূরণ হয়নি প্রাপ্তির শতভাগ। বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রামে আছেন রোহিত। তবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের জায়গা নিয়ে স্বস্তিতে নেই তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে যে, বোর্ডের কাছে নিজের ভূমিকার স্পষ্টতা চেয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে এমন স্পষ্টতা কিংবা বিশ্বকাপ খেলার নিশ্চয়তা পাচ্ছেন না রোহিত। বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এসবে তরুণদের পারফরম্যান্স বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হতে পারে রোহিতের ভবিষ্যত নিয়ে।
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সদস্য সচিব জয় শাহ বলেন, ‘দেখুন, আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এর আগে আমরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলব, আইপিএলও আছে। আমরা এসব দেখে ভালো সিদ্ধান্ত নেবো।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: