দুটো শব্দ তাতিয়ে দিয়েছিল ক্যারিবীয়দের
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৪ ২১:৫৬

নট আউট ডেস্কঃ অ্যাডিলেডে মাত্র আড়াই দিনেরও কম সময়ে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় বরণ করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই তাই তোপের মুখে পড়তে হয়ে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটসহ বাকিদের। সাবেক অজি তারকা রডিন হগ তো রীতিমতো তুচ্ছতাচ্ছিল্যই করেছেন ক্যারিবিয়ানদের। সেই দলটাই কিনা গ্যাবায় এবার দিলো দাঁতভাঙা জবাব।
অবশ্য হগের সেই তুচ্ছতাচ্ছিল্য করাটাই নাকি তাতিয়ে দেয় ক্যারিবিয়ানদের। অ্যাডেলেড টেস্টে ক্যারিবিয়ানরা অসহায় আত্নসমর্পণ করার পর,
ওয়েস্ট ইন্ডিজকে উদ্দেশ্য করে হগ বলেছিলেন, ‘প্যাথেটিক’ ও ‘হোপলেস’ ওয়েস্ট ইন্ডিজ।’ হগের এমন দুটো শব্দই দ্বিতীয় টেস্টে খেলতে ক্যারিবিয়ানদের উৎসাহিত করেছে। জানিয়েছেন খোদ দলটির অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট।
গ্যাবায় অবিশ্বাস্য এক জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইন্ডিজ অধিনায়ক ব্র্যাথওয়েট বলেন, ‘আমি বলতে চাই এই টেস্টে দু’টো শব্দ আমাদের তাতিয়ে দিয়েছিল। রডনি হগ বলেছিলেন আমরা ‘প্যাথেটিক’ ও ‘হোপলেস’। এটাই আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বকে দেখাতে চেয়েছি, আমরা ‘প্যাথেটিক’ না।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ সবশেষ জয়টা পেয়েছিল ১৯৯৭ সালে। এরপর পেরিয়েছে গুনে গুনে সাতাশটা বসন্ত। অবশেষে দীর্ঘ এই অপেক্ষার অবসান ঘটিয়েছেন অখ্যাত এক পেসার, নাম শ্যামার জোসেফ। গ্যাবায় ক্যারিবিয়ানদের দেওয়া ২১৬ রানের টার্গেটে জোসেফের বিধ্বংসী বোলিংয়ে ২০৭ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফলে, শ্বাসরুদ্ধকর ম্যাচে ৮ রানের জয়ে সিরিজ সমতায় শেষ করে ক্যারিবিয়ানরা।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: