‘যা নও, সেটা হওয়ার চেষ্টা করো না’, বাবরদের হেড কোচের কড়া বার্তা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪ ১০:৫৫

নট আউট ডেস্কঃ কোচিংয়ে এক যুগেরও বেশি অভিজ্ঞতা নিয়ে প্রথমবার জাতীয় দলের হেড কোচের দায়িত্বে জ্যাসন গিলেস্পি। সাবেক অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন পাকিস্তান টেস্ট দলে। চাকরিতে যোগ দেওয়ার পরেই নিজের কোচিং দর্শন নিয়ে কথাও বলেছেন তিনি। বাবর আজমদের উদ্দেশ্যে বলেছেন,‘যা নও, সেটা হওয়ার চেষ্টা করো না’
জ্যাসন বলেছেন, ‘আমি বলতে চাই, শুধু ইতিবাচক, আগ্রাসী ও বিনোদনমূলক হও। মুখে হাসি নিয়ে খেলো এবং আমাদের ভক্তদের বিনোদন দাও। মাঝেমধ্যে এমন সময় আসবে, যখন অনেক কিছু বাজে হবে। টেস্ট ক্রিকেট এমনই। এটা তোমার দক্ষতা, মানসিক শক্তি ও ধৈর্যের পরীক্ষা। যতটা পারা যায় ধারাবাহিক হলে আশা করি, স্কোরবোর্ড নিজেই নিজের খেয়াল রাখবে এবং আমরা জয় পাবো।’
পাকিস্তানের প্রধান কোচ হওয়ার অনুভূতি ব্যক্ত করেছেন গিলেস্পি, ‘পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার সুযোগ চমৎকার। এটা সম্মানের, আমি বিশ্বের নানা জায়গায় বিভিন্ন ভূমিকায় কোচিং করিয়েছি। কিন্তু কখনও আন্তর্জাতিক টেস্ট দলের কোচিং করাইনি। যখনই সুযোগটা এলো, আমি লুফে নিলাম। পাকিস্তান যেভাবে খেলে এবং তাদের যে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় আছে, তাদের অংশ হতে পারা দারুণ। আশা করি আমি দলের উন্নতিতে সাহায্য করতে পারবো এবং বিনোদনমূলক ক্রিকেট খেলতে পারবো।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: