ফখর-রিজওয়ানে সমতা ফেরাল পাকিস্তান
প্রকাশিত: ১৩ মে ২০২৪ ১০:৩৯

নট আউট ডেস্কঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটায় পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করে স্বাগতিক আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্পই ছিল না পাকিস্তানের জন্য। এমন ম্যাচেই আইরিশদের রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় পাকিস্তান। এরপর ফখর, রিজওয়ান ও আজম খানের দৃঢ়তায় সিরিজে সমতা ফেরাল সফরকারীরা।
ডাবলিনে আইরিশদের দেওয়া ১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইম আইয়ুব ও অধিনায়ক বাবর আজমের উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। এরপর দলের হাল ধরেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। দু'জন মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। দু'জনই আইরিশ বোলারদের এদিন সামলেছেন দারুণভাবেই।
গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। এরপর দু'জনই মন দেন দলকে জয়ের পথে নিতে। দু'জনই তুলে নেন জোড়া ফিফটি। তাতেই তৃতীয় উইকেট জুটিতে পাকিস্তান পায় শতাধিক রানের জোট। এদিন ফখর জামানের সামনে ছিল শতক তুলে নেওয়ার। কিন্তু ৬টি করে চার ও ছক্কায় ৭৮ রানেই ফিরেন তিনি। এরপর নেমেই ঝড় তোলেন আজম খান।
তাতেই ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই দাপুটে জয় পায় পাকিস্তান। ৬ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। ৪ চার ও ১ ছক্কায় ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন আজম খান।
এর আগে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৯৩ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লরকান ট্রাকার। এছাড়া হ্যারি ট্রেক্টর ৩২ ও গেরেথ ডেলেনি করেন ২৮ রান। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩ উইকেট। আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: