উগান্ডার অধিনায়কের রেকর্ড ভাঙলেন বাবর
প্রকাশিত: ১৩ মে ২০২৪ ১৩:৪২
-2024-05-13-13-42-12.jpg)
নট আউট ডেস্কঃ সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর নেতৃত্ব হারিয়েছিলেন বাবর আজম। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন তিনি। নেতৃত্বে ফেরার এক সিরিজ পরেই অনন্য এক রেকর্ড গড়লেন বাবর। বাবরের অধীনে ৪৫ টি টি-টোয়েন্টি ম্যাচ জিতলো পাকিস্তান। কোন আন্তর্জাতিক অধিনায়কের এটি সর্বোচ্চ।
বাবরের আগে এই রেকর্ড ধরে রেখেছিলেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। মাসাবার নেতৃত্বে ৪৪ টি ম্যাচ জিতেছিল দলটি।
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বাবরের হাতে তোলে দেন ৪৫ লেখা বিশেষ জার্সি।
ইংল্যান্ডের ইয়ন মরগ্যান ৪২, আফগানিস্তানের আসগার আফগান ৪২, ভারতের মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা ৪১ টি-টোয়েন্টি জয়ে দলের অধিনায়ক ছিলেন।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: