ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ভারতীয় দলের নয়া কোচ গৌতম গম্ভীর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৪ ১২:১৯

ভারতের কোচ গম্ভীর। ছবি: বিসিসিআই ভারতের কোচ গম্ভীর। ছবি: বিসিসিআই

নট আউট ডেস্কঃ দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েই ভারতীয় দলের দায়িত্ব ছাড়লেন রাহুল দ্রাবিড়। তার উউত্তরসূরি হিসেবে কে নিবেন রোহিত-কোহলিদের দায়িত্ব এই নিয়েই ক'দিন ধরে চলছিল যত আলোচনা। অবশ্য যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়ে আসছি এতোদিন সেটি গৌতম গম্ভীর। শেষ পর্যন্ত সেই গুঞ্জন  হলোও সত্যি।

ভারতের নতুন প্রধান কোচ হিসেবে দেশটির সাবেক এই তারকা ব্যাটারকে নিয়োগ দিল বিসিসিআই। মঙ্গলবার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। সব ঠিক থাকলে তিন সংস্করণের ক্রিকেটে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত গম্ভীর থাকবেন ভারতীয় দলের দায়িত্বে।  

গম্ভীরকে নিয়োগ দিয়ে জয় শাহ বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরকে অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট দ্রুত বিকশিত হয়েছে এবং গৌত্ম এই পরিবর্তিত দৃশ্যপট খুব কাছ থেকে দেখেছেন। আমি আত্মবিশ্বাসী যে, ক্যারিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় পারদর্শিতা দেখানো গৌতম ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ ব্যক্তি।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷