ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

কিছু না জিতলেও ‘বাবরই রাজা’, বলছেন হাসান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৪ ১৮:১৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দলে বাবর আজমকে ডাকা হয় কিং বলে। কিং কাজটা করে ফেলবেন, পাকিস্তানের তারকা ব্যাটারকে নিয়ে দলে সেই বিশ্বাস থাকে। এসব কথা বলেছিলেন হাসান আলী। এরপর বাবরের পড়তি পারফরম্যান্স তাকে অনেক ট্রলের শিকার বানিয়েছে। তবে ডানহাতি এই পেসার এখনো তার কথায় অনড়। একইসঙ্গে যদিও বলেছেন, পাকিস্তানের অধিনায়কের শিরোপা জেতা উচিত।


একসময় পাকিস্তান দলের নিয়মিত সদস্য ছিলেন হাসান। শেষ কয়েক বছরে অবশ্য গুরুত্ব হারিয়েছেন তিনি। সম্প্রতি পাকিস্তানের একটি গণমাধ্যমে তিনি বাবরকে নিয়ে বলেন, 'আমি এটা নিশ্চিতভাবেই দেখেছি ওইদিন থেকে আজ পর্যন্ত আমাকে কত গালি দেওয়া হচ্ছে। কিং করে দিবে, আমি এটা বলার কারণে। সে আমার কাছে কিং। পাকিস্তান ক্রিকেটের কিং, তা সবসময়ই সে থাকবে যে মাপের ব্যাটসম্যান। আমি জানি, হয়তো মানুষজন আবার গালি দিবে। আবার খারাপ কথা বলবে আমাকে নিয়ে। কিন্তু সে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। সেটা ও প্রমাণ করেছে।'

পাকিস্তানের হয়ে সাদা বলে একশর বেশি ম্যাচ খেলা হাসান আরও বলেন, 'আমি জানি, সে (বাবর) কিছু জিতেনি, তার জেতা উচিত। অধিনায়ক হিসেবে, ব্যাটার হিসেবে, পাকিস্তানের হয়ে তার ট্রফি জেতা উচিত। পাকিস্তানের জন্য সিরিজ জেতা উচিত। কিন্তু সে-ই সেরা।'

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷