ঢাকা | রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

২০২৭ বিশ্বকাপে খেলবেন কোহলি-রোহিত!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৪ ১৫:১১

বিরাট কোহলি ও রোহিত শর্মা। গেটি ইমেজ বিরাট কোহলি ও রোহিত শর্মা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ক্যারিয়ারের সায়াহ্নে এসে দাঁড়িয়েছেন ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। দেশকে বিশ্বকাপ জিতিয়ে ইতিমধ্যেই বিদায় জানালেন টি-টোয়েন্টি ক্রিকেটকে। যেই ফর্ম আর ফিটনেস ধরে রেখেছেন এই দু'জন, তাতে করে আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে তাঁদের দেখা গেলেও যেতে পারে। এবার ভারতের নয়া কোচ গৌতম গম্ভীর দিয়েছেন সেই ইঙ্গিত। 

পুরোপুরি ফিট থাকলে দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারেন বলে বিশ্বাস করেন সাবেক এই ভারতীয় তারকা। তবে এটা পুরাপুরি তাদের উপর নির্ভর করে বলেও মন্তব্য করেছেন তিনি।

রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় দলের কোচের দায়িত্ব পেয়েই প্রথম সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অথবা ৫০ ওভারের বিশ্বকাপই হোক বড় পর্যায়ে তারা কি করতে পারেন সেটা তারা দেখিয়েছেন। ক্রিকেটকে দেওয়ার মতো এখনো অনেক কিছুই তাদের মধ্যে আছে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে অবশ্যই তারা দলকে অনেক বেশি মোটিভেটেড করবে।’

এরপরই আসন্ন ওয়ানডে বিশ্বকাপে এই দু'জনের খেলা নিয়ে মুখ খুলেছেন গম্ভীর। তিনি আরও বলেন, ‘আশা করছি এরপর নিজেদের ফিটনেস ধরে রাখতে পারলে তারা ২০২৭ বিশ্বকাপেও খেলবে। তবে এটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি জানিনা তাদের মধ্যে ক্রিকেটের ক্ষুধা এখনও কতটা আছে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷