বেলফাস্ট টেস্টের প্রথম দিনটা আইরিশ বোলারদের
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪ ১১:৩৬

নট আউট ডেস্কঃ বেলফাস্টে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার এক টেস্টের সিরিজ। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মত একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে বেলফাস্টে প্রথম দিনের শুরুটা জিম্বাবুয়ের পক্ষে হলেও শেষটা নিজেদের করে নিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।
টসে জিতে এদিন জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। ওপেনিংয়ে অভিষিক্ত জয়লর্ড গাম্বি, প্রিন্স মাসভাউর জিম্বাবুয়েকে এনে দেন দারুণ শুরু। উদ্বোধনী জুটিতেই এই দু'জন খেলেন দিনের প্রথম সেশনের পুরোটাই। অভিষিক্ত গাম্বি ৯৯ বলে ৪৯ রান করে আউট হলে ভাঙে ৯৭ রানের উদ্বোধনী জুটি।
এরপরেই যেন খেই হারায় জিম্বাবুয়ে। তাতেই নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি তুলে নেন মাসভাউর। তবে অন্যপ্রান্তে ছিল আসা যাওয়ার মিছিল। ৮ চারে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করে ফিরেন মাসভাউর। এছাড়া শন উইলিয়ামস করেন ৩৫ রান।
দারুণ ভাবে ম্যাচে ফিরে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ২১০ রানেই আটকে দেয় আইরিশ বোলাররা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ব্যারি ম্যাকার্থি ও ম্যাকব্রাইন৷ এছাড়া ২ উইকেট নেন মার্ক অ্যাডার। এরপরে বেরসিক বৃষ্টির কারণে অবশ্য প্রথম দিনে ব্যাটিংয়ে নামতে পারেনি স্বাগতিক আয়ারল্যান্ড।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: