ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বাংলাদেশে হবে এশিয়া কাপের আসর

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪ ১৫:৩৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্ব মঞ্চে সেরা সাফল্য পাওয়ার লক্ষ্যে প্রতিটি আসরের আগেই এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যখন যেই ফরম্যাটে বিশ্বকাপ, সেই ফরম্যাটেই আয়োজন করা হয় এশিয়া কাপ। লক্ষ্য বিশ্ব মঞ্চে এশিয়ার দলগুলোর সেরা সাফল্য পাওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ এশিয়া কাপের আসর হয়েছে পাকিস্তানে। এবার বাংলাদেশও হতে যাচ্ছে এশিয়া কাপের আয়োজক।

আগামী ২০২৭ বিশ্বকাপের আগে এশিয়া কাপের আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে এসিসি। এর আগে সবশেষ ২০১৬ সালে এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশের মাটিতে। সে হিসাবে ১১ বছর পর ষষ্ঠবারের মতো এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য এর আগের ২০২৫ এশিয়া কাপের আয়োজক হবে ভারত। বিশ্বকাপ বিবেচনায় সেই আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

আসর দুটি সামনে রেখে এরই মধ্যে স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিসি। ২০২৭ সালে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। কেননা সে বছরই ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷