ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

আসালাঙ্কার নেতৃত্বে দল ঘোষণা শ্রীলঙ্কার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৪ ২৩:২১

লঙ্কানদের নেতৃত্বে আসালাঙ্কা। গেটি ইমেজ লঙ্কানদের নেতৃত্বে আসালাঙ্কা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আসন্ন এই সিরিজের জন্য এবার দল ঘোষণা করেছে লঙ্কা ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়কত্ব পেয়েছেন চারিত্র আসালাঙ্কা।

কুশল মেন্ডিসকে সরিয়েই ওয়ানডেতে লঙ্কানদের নেতৃত্ব পেয়েছেন আসালাঙ্কা। এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে ওয়ানিন্দু হাসারাঙ্গা সরে যাওয়ায় অধিনায়কত্ব দেওয়া হয়েছে তাকে। 

১৬ জনের দলের নেই অবশ্য বড় কোন চমক। অভিষেকের অপেক্ষায় থাকা নিশান মাদুশকা পেয়েছেন প্রথমবার ডাক। যদিও টেস্টে ইতিমধ্যেই অভিষেক হয়েছে এই ব্যাটারের। এছাড়া দলে ফেরানো হয়েছে স্পিনার আকিলা ধনঞ্জয়া ও পেসার চামিকা করুনারত্নেকে।

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে দল:চারিত্র আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাতিরানা ও আসিথা ফার্নান্দো

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷