ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

নাটকীয় শেষের অপেক্ষায় ত্রিনিদাদ টেস্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৪ ১১:০৬

দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ নাটকীয় শেষের অপেক্ষায় ত্রিনিদাদ টেস্টে। আগের তিন দিনের ন্যায় চর্তুথ দিনেও পোর্ট অফ স্পেনে দিয়েছে বৃষ্টি বাগড়া। যদিও বড় লিড নিয়েই দিনের খেলা শেষ করেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। চর্তুথ দিনের খেলা শেষ করার আগে ১৫৪ রানের লিড পেয়েছে দলটি।

পোর্ট অফ স্পেনে চর্তুথ দিনের শুরুতেই দিয়েছিল বৃষ্টির হানা। দফায় দফায় বৃষ্টিতে লাঞ্চের আগে গড়ায়নি এক বলও। লাঞ্চের পর ব্যাটিংয়ে নামেন আগের দিন অপরাজিত থাকা কেভাম হজ ও জেসন হোল্ডার। দিনের শুরুটা সাবধানি হলেও এরপরই খেই হারায় স্বাগতিকরা।

৪ চারে ৩৬ রান করে হোল্ডাত ফিরলে ভাঙে এই জুটি। এরপরের ওভারেই ফিরে যান জশুয়া ডি সিলভাও। বেশিক্ষণ স্থায়ী হয়নি কেভাম হজের ইনিংস। ফিরেন ২৫ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে এসে একাই লড়াই চালান ওয়ারিকন। খেলেন ছোট্টখাট্টো একটা ক্যামিও।

শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানেই থামে ক্যারিবিয়ানদের ইনিংস। ৩ চার ও ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন ওয়ারিকন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ উইকেট নেন কেশব মহারাজ। ৩ উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। 

১২৪ রানের বড় লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চর্তুথ দিনে কোন উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। দিনের খেলা শেষ করার আগে বিনা উইকেটে ৩০ রান তুলেছে দলটি। পেয়েছে ১৫৪ রানের লিড। জর্জি ১৪ ও মার্করাম অপরাজিত আছেন ৯ রানে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷