অধিনায়ক নয়, ফিল্ডার হিসেবে জাদেজা সেরা
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২ ২২:১২

গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের পরাজয় নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ইংলিশ ব্যাটার মাইকেল ভন। ম্যাচটিতে চেন্নাই অধিনায়ক রবীন্দ্র জাদেজার কৌশলগত সিদ্ধান্ত মোটেই পছন্দ হয়নি ইংল্যান্ডের সাবেক অধিনায়কের।
রবিবার গুজরাটকে ১৭০ রানের টার্গেট দিয়েছিল চেন্নাই। নিয়মিত বিরতিতে উইকেট হারানো গুজরাট প্রথম আট ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ৪৮ রান। এমন অবস্থা থেকেই ঘুরে দাঁড়িয়ে ১ বল হাতে রেখে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় গুজরাট।
যেখানে ৫১ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের থেকে ম্যাচটি ছিনিয়ে নেন ডেভিড মিলার। ভনের মতে, ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়ানোর কথাই ছিল না। জাদেজার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তো তুলেছেনই, ধোনির সঙ্গে জাদেজার তুলনাও করেছেন তিনি।
ভন বলেছেন, 'নতুন অধিনায়ক হিসেবে আপনাকে কঠিন ম্যাচ জিততে হবে। সত্যি বলতে, ম্যাচটা কঠিনও ছিল না এবং তারা (চেন্নাই) হেরেছে। তাদের ম্যাচটা ১০ থেকে ১৫ রানে জেতা উচিত ছিল। জেতা অবস্থা থেকে অধিনায়ক ধোনিকে ম্যাচ হারতে খুব বেশি দেখেছি বলে মনে পড়ছে না। এমন কঠিন পরিস্থিতিতে ধোনিকে ম্যাচ হারতে আপনারাও কখনো দেখেননি। এমনকি ধোনি অধিনায়ক থাকলে ম্যাচ অতদূর অব্দি যেত না।'
অধিনায়ক জাদেজাকে পছন্দ না হলেও তার ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন ভন। তিনি বলেন, 'অধিনায়ক, ফিল্ডার হিসেবে জাদেজা খুব ভালো। আশা করি, ধোনির থেকে অধিনায়কত্ব জাদেজা শিখবে। তবে যখন আপনার হাতে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে, অধিনায়ক হিসেবে সেসব ম্যাচ আপনার জেতা উচিত।'
এবারের আইপিএলে ৬ ম্যাচে মাত্র একটিতে জিতেছে চেন্নাই সুপার কিংস। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে এখন জাদেজার চেন্নাই। এই অবস্থা থেকে তাদের ঘুরে দাঁড়ানোটাও বেশ কষ্টকর।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: