ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আইপিএলে উড়ছে উমরান মালিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ২১:০৫

আইপিএলে বোলিং গতিতে সবার থেকে আলাদা উমরান মালিক।  ছবি সংগৃহীত। আইপিএলে বোলিং গতিতে সবার থেকে আলাদা উমরান মালিক। ছবি সংগৃহীত।

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমে বল হাতে যেন আগুন ঝরাচ্ছেন উমরান মালিক। বুধবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। হারা ম্যাচেও বল হাতে জাদু দেখিয়েছেন হায়দরাবাদের এই পেসার।


সবচেয়ে মজার বিষয় হলো গুজরাটের যে ৫ উইকেটে পতন হয়েছে এর সবকটিই পেয়েছেন উমরান। সেই সঙ্গে বল হাতে তিনি খরচা করেছেন মাত্র ২৫ রান। এমন পারফরম্যান্সের পর রশিদ খান, রাহুল তেওয়াতিয়াদের টপকে ম্যাচ সেরাও হয়েছেন।

গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহাকে ১৫৩ কিলোমিটার গতির এক ইয়র্কারে বোল্ডও করেছেন উমরান। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন ১৫৫ কিলোমিটার গতিতেও বল করতে চান। গুজরাটের বিপক্ষে তার লক্ষ্য ছিল যত সম্ভব গতিতে বল করে গুজরাটের ব্যাটারদের ভড়কে দিতে। সেই সঙ্গে ভালো বোলিং করে দলের জয়েও অবদান রাখার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।


উমরান বলেছেন, ‘টাইটান্সকে আটকাতে যতটা সম্ভব দ্রুত গতির বল করতে চেয়েছিলাম। মাঠটি কিছুটা ছোট। তাই স্টাম্পে বল রাখতে চেয়েছিলাম। গতির সঙ্গে স্টাম্প লক্ষ্য করে বল করার চেষ্টা করে গিয়েছি (১৫৫ কিঃমিঃ প্রতি ঘণ্টায় টার্গেট করে)। ঈশ্বর চাইলে, একদিন আমি ১৫৫ কিমি ঘণ্টা গতিতে বল করবই। তবে এই মুহুর্তে আমি যা করতে চাই তা হল ভালো বোলিং।’

গুজরাটের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৫ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছিল হায়দরাবাদ। জবাবে খেলতে নেমে ঋদ্ধিমান সাহা ও গুভমান গিল দারুণ শুরু এনে দিয়েছিলেন গুজরাটকে। এরপর টানা উইকেট তুলে নিয়ে হায়দরাবাদকে ম্যাচে ফেরান উমরান।

যদিও রশিদ ও তেওয়াতিয়ার মারকুটে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে। এই হারের ফলে ৮ ম্যাচে ৫ জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে দলটি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...