আইপিএলে নিজ দলের সর্বোচ্চ ডট বল মুস্তাফিজের
প্রকাশিত: ১ মে ২০২২ ০৬:৫০

বাংলাদেশ ক্রিকেটে অন্যতম সফল ফাস্ট বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান৷ রঙিন পোষাকে দলকে সর্বোচ্চ সার্ভিস দিতে অনির্দিষ্টকালের জন্য বিদায় বলেছেন সাদা পোষাককে৷ চলতি আইপিএলে বল হাতে দারুণ ছন্দে রয়েছেন ফিজ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে ডট বল দেওয়ার তালিকায় সবার উপরে এই বামহাতি বোলার৷
টূর্নামেন্টে দিল্লি ক্যাপিটালস খেলেছে ৮ টি ম্যাচ। ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ। আসরের প্রথম ম্যাচে কোয়ারেন্টাইনে থাকার কারণে খেলেননি মোস্তাফিজ। এছাড়া বাকি ৭ ম্যাচেই খেলেছেন ফিজ। এই ৭ ইনিংসে মুস্তাফিজুর রহমান বল করেছেন মোট ২৮ ওভার। যেখানে তার ডট বলের সংখ্যা ৭০টি। যা দিল্লির হয়ে সর্বোচ্চ ডট বল। এখন পর্যন্ত ৮ উইকেট তুলে নেয়া মুস্তাফিজের ইকোনোমি ৭.৩৯।
দিল্লীর হয়ে সবচেয়ে বেশি ডট বল দেয়ার তালিকায় দুই নম্বরে রয়েছেন খলিল আহমেদ। এখন পর্যন্ত ৬ ইনিংসে খলিল আহমেদ করেছেন ২৪ ওভার। ১১ উইকেট তুলে নেয়া খলিল এবারের আসরে দিল্লীর হয়ে ডট বল করেছেন ৬৭টি। তার ইকোনোমি ৭.৯১।
তালিকার তিন নম্বরে রয়েছেন কুলদিপ যাদব। এই স্পিনার দিল্লীর হয়ে আট ম্যাচেই মাঠে নেমেছেন। আট ইনিংসে কুলদিপ বল করেছেন ২৯.৪ ওভার। ১৭ উইকেট তুলে নেয়া কুলদিপের ডট বলের সংখ্যা ৫৯টি। এই স্পিনারের ইকোনোমি ৮.০৮।
শার্দূল ঠাকুর এবারের আসরে এখন পর্যন্ত দিল্লীর হয়ে আট ইনিংসে করেছেন ২৬.২ ওভার। ৪ উইকেটের দেখা পাওয়া শার্দূল এখন পর্যন্ত আসরে ডট বল করতে পেরেছেন ৫৭টি। যা তাকে ঠাই করে দিয়েছে এই তালিকার চার নম্বরে।
তালিকার পাঁচ নম্বরে থাকা অক্ষর প্যাটেল আট ইনিংসে করেছেন ২৭ ওভার। যেখানে তিনি তুলে নিতে সক্ষম হয়েছেন ৪টি উইকেট। ৭.৭০ ইকোনোমিতে বোলিং করা অক্ষর প্যাটেলের ডট বলের সংখ্যা ৫০টি।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: