ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পন্টিংয়ের বিচারে চতুর্থবার ম্যাচ সেরা মুস্তাফিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২২ ০৯:২৭

দিল্লি ক্যাপিট্যালস কোচ ও মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত দিল্লি ক্যাপিট্যালস কোচ ও মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: একজন ফাস্ট বোলারের সবচেয়ে বড় শক্তি কি? এমন প্রশ্নের জবাবে সহজ উত্তর হিসেবে পাওয়া যাবে গতি কিংবা বাউন্সার ৷ বড়জোর ইয়রর্কার৷ তবে কাটার ও স্লোয়ার যে ফাস্ট বোলারের মূল অস্ত্র হতে পারে তা ইতিমধ্যে প্রমাণ করেছেন বাংলার মুস্তাফিজুর রহমান৷

চলমান আইপিএলে খেলছেন দিল্লি ক্যাপিট্যালস এর হয়ে৷ মাঝে মধ্যে খরুচে বোলারের তকমা পেয়ে সমালোচনার কবলে পরলেও চমকপ্রদ কিপটে বোলিংয়ে কোচের দেওয়া সেরার খেতাব হরহামেশাই নিজের করে নিচ্ছেন এই বোলার৷

চতুর্থবারের মতো দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে ম্যান অব দ্যা ম্যাচ খেতাব জিতলেন মুস্তাফিজুর রহমান। গত ২৮ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান।

চার ওভার বোলিং করে ১৮ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। প্রতি ম্যাচের পরে ড্রেসিংরুমে ভালো খেলা ক্রিকেটারদের পুরস্কৃত করেন দলের প্রধান কোচ রিকি পন্টিং। এবার চতুর্থবারের মতো সেই পুরস্কার জিতেছেন মোস্তাফিজুর রহমান।

মুস্তাফিজ ছাড়াও এই ম্যাচে পন্টিংয়ের ম্যাচ সেরা খেলোয়াড়ের খেতাব পেয়েছেন ডেভিড ওয়ার্নার, অক্ষর প্যাটেল, রভম্যান পাওয়েল ও চেতন সাকারিয়া। ১৪ রানে ৪ উইকেট শিকার করা কূলদীপ যাদব অবশ্য পাননি কোচের চোখে এই ম্যাচের সেরার খেতাব।

এদিকে আজ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। যেখানে দিল্লির বিপক্ষে আগে ব্যাট করে ১৯৫ রান সংগ্রহ করেছে লখনৌ। বল হাতে এই দিন উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। চার ওভার বোলিং করে ৩৭ রান দিয়েছেন তিনি। তবে ক্যাচ মিস না করলে একাধিক উইকেট পেতে পারতেন মুস্তাফিজ

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...