ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আগামী বছরেও আমাকে হলুদ জার্সিতে দেখা যাবে: ধোনি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২২ ১৯:৫১

চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবি সংগৃহীত চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবি সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রবীন্দ্র জাদেজা।এই অলরাউন্ডারের অধীনে ৮ ম্যাচে ৬টিতে হেরে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে দলটি। এমন অবস্থায় জাদেজাকে সরিয়ে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব দেয়া হয়েছে ধোনিকে।

পুনরায় দায়িত্ব পাওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আবারও টস করতে নেমেছিলেন ধোনি। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমেছে চেন্নাই। টসের সময়ই ধোনি আগামী মৌসুমেও খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

ধোনি বলেছেন, 'পরের বছরও আমাকে হলুদ জার্সিতেই দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার অন্যও হতে পারে। সেটা বলা যায় না। কিন্তু জার্সির রং হলুদই থাকবে। আপনাকে বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে। আমরা অনেক ক্যাচ ফেলছি, এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। কারণ ওই ভুলগুলোই ম্যাচ হারিয়ে দেয়।'

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ধোনিকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তখন থেকেই দলটির নেতৃত্বভার ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের কাঁধে। এবার নতুনভাবে আইপিএল শুরু করতে চাওয়া চেন্নাইয়ের অধিনায়ক পরিবর্তনের চিন্তাটা হিতে বিপরীত হয়েছে।

ধোনির অধীনেই আইপিএলের চারটি শিরোপা জিতেছে চেন্নাই। এর মধ্যে ২০১০, ২০১১ সালে টানা দুই শিরোপা জিতেছিল চেন্নাই। এরপর ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে ধোনির দল। এ ছাড়া ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চেন্নাই।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...