শতকের চেয়ে ম্যাচ জয় গুরুত্বপূর্ণ: গায়কোয়াড়
প্রকাশিত: ২ মে ২০২২ ২২:২৭

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির খুব কাছে গিয়েও তা ছোঁয়া হয়নি রুতুরাজ গায়কোয়াড়ের। ৯৯ রান করে ফিরে গেছেন ডানহাতি এই স্টাইলিশ ওপেনার। যদিও দলের জয়ে অবদান রাখতে পেরেই সন্তুষ্ট তিনি।
আইপিএলে রবিবার (১ এপ্রিল) রাতের ম্যাচে হায়দরাবাদকে ১৩ রানে হারায় চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে উদ্বোধনী জুটিতেই ১৮২ রান তোলে চেন্নাইয়ের ওপেনাররা। ৫৭ বলে খেলা রুতুরাজের সেঞ্চুরি মিসের ইনিংসটিতে ছিল ছয়টি চার ও ছয়টি ছয়ের মার।
এছাড়া ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। তার ইনিংসে ছিল আটটি চার ও চারটি ছক্কার মার। এই দুটি ইনিংসই মূলত চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। ম্যাচ শেষে গায়কোয়াড় জানালেন, সেঞ্চুরি মিস করার জন্য খারাপ লাগলেও দলের জয়ে অবদান রেখেই আনন্দিত তিনি।
গায়কোয়াড় বলেন, '৯৯ রানে আউট হয়ে যাওয়াটা অবশ্যই অনেক হতাশার। তবে আমি খুশি, কেননা আমি মোমেন্টাম ফিরে পেয়েছি। ডেভনের কাছ থেকে চাপও সরিয়ে নিতে পেরেছি। ৯৯ বা ১০০ ব্যাপার না, ম্যাচ জিতেছি এটাই গুরুত্বপূর্ণ।'
'ঘরের মাঠে বড় সংগ্রহ করতে পারা অবশ্যই দারুণ ব্যাপার। দলের জয়ে আমি অবদান রাখতে পেরেছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার এবং বন্ধুদের সামনে পারফর্ম করতে তেমন কষ্ট হয়নি। আমি এমন মুহূর্তের অপেক্ষা করছিলাম।'
চেন্নাইয়ের ছুঁড়ে দেয়া ২০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে হায়দরাবাদ। চেন্নাইয়ের হয়ে এদিন ৪৬ রান খরচায় চার উইকেট নেন মুকেশ চৌধুরী।
নটআউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: