চেন্নাইয়ে নেতা ধোনির বিকল্প পাওয়া কঠিন!
প্রকাশিত: ৮ মে ২০২২ ০২:৫০

নট আউট ডেস্কঃ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও সফল অধিনায়কদের একজন ভারতের মহেন্দ্র সিং ধোনি। সাফল্যেকে এক মালায় গেঁথে প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে এখনো চালিয়ে যাচ্ছেন আইপিএলে চেন্নাইয়ের হয়ে লড়াই। এই বয়সেও ফিনিশিংয়ে দলকে জেতাতে আগের ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল একটি ম্যাচে। যদিও পয়েন্টে বিচারে দলটির অবস্থা মোটেও ভালো নয়।
ধোনির ক্যারিয়ার খুব দীর্ঘ নেই আইপিএলে তা জানা কথা ম্যানেজম্যান্টের। তাই ভবিষ্যতে কথা চিন্তা করে ধোনি থাকাকালীন নতুন অধিনায়ক তৈরী করতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে পরিকল্পনা হয়নি সফল।ধোনির পরিবর্তে জাদেজাকে দায়িত্ব দেওয়া হলে ব্যর্থতার পাল্লা ভারি হওয়ায় আবার দায়িত্ব দেওয়া হয় ধোনিকে। এমন অবস্থায় হরভজন সিং মনে করেন, চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ধোনির বিকল্প খুঁজে পাওয়া খুবই কঠিন।
ধোনি যদি পরের আসরে না খেলেন তাহলে নতুন অধিনায়ক ঠিক করতে হবে চেন্নাইকে। আর সেজন্য তার বিকল্প খুঁজে বের করা চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন কাজ।
হরভজন বলেন, 'যখন আপনার দলে ধোনির মতো একজন অধিনায়ক থাকবে, তখন তারমতো অন্য কাউকে (অধিনায়ক হিসেবে) পাওয়া কঠিন। অধিনায়ক হিসেবে তার বিকল্প ঠিক করা একটি কঠিন সিদ্ধান্ত হতে চলেছে।'
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: