উমরানের গতি দূর্দান্ত হলেও তা মূল্যহীন : শাস্ত্রী
প্রকাশিত: ৯ মে ২০২২ ২২:২৫

নট আউট ডেস্কঃ বল হাতে আইপিএলে গতির ঝড় তুলেছেন কাশ্মীরি পেসার উমরান মালিক। সানরাইজার্স হায়দরাবাদের এই পেসার অবিলম্বে জাতীয় দলে নেওয়ার দাবিও উঠেছে। কিন্তু জম্মু-কাশ্মীরের তরুণকে সতর্ক করে দিলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের সাবেক কোচের অভিজ্ঞ চোখ বলছে, গতি থাকলেও উমরান এখনও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি নন।
২২ বছরের তরুণ উমরান ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করে তাক লাগিয়ে দিয়েছেন। চলতি আইপিএলে নিজের দ্রততম বলের রেকর্ড নিজেই ভেঙেছেন। কিন্ত শাস্ত্রীর মতে, এই রেকর্ড টি-টোয়েন্টি ক্রিকেটে মূল্যহীন। সঠিক জায়গায় বল ফেলতে না পারলে গতি অর্থহীন। তার ভাষায়, 'উমরান সঠিক জায়গায় বল ফেলতে না পারলে ব্যাটার দ্বিগুণ গতিতে সেই বল বাউন্ডারিতে পাঠাবে। সে হয়তো খুব দ্রুত ভারতের হয়ে খেলবে। ১৫৬ বা ২৫৬ বলের গতি যাই হোক, ঠিক জায়গায় না ফেললে মার খেতেই হবে। '
শাস্ত্রী আরও বলেন, 'উমরানের গতি অবশ্যই দুর্দান্ত। কিন্তু ওকে মাথায় রাখতে হবে কোথায় বল ফেললে সেটা কার্যকর হতে পারে। শুধু গতি দিয়ে ব্যাটারদের চমকে দেওয়া সম্ভব নয়। ওকে বোলিং নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। বিষয়টা যদি তোমার ঠিক মনে না হয়, তাহলে তুমি শুধুই সময় নষ্ট করছ। বড় সময় নষ্ট করে ফেলছ। তোমার বল ব্যাটে লাগার পর ২৫০ থেকে ৩০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটবে। টুর্নামেন্ট এগিয়ে যাওয়ার সাথে সাথে উইকেটগুলো মন্থর এবং ব্যাটিং সহায়ক হয়ে যাবে। তাই সঠিক জায়গায় বল ফেলাটা গুরুত্বপূর্ণ। '
উমরানকে নিয়ে শাস্ত্রী আরও বলেছেন, 'সকলেই তার বলের গতি নিয়ে কথা বলছে। কিন্তু ২০ ওভারের ক্রিকেটে গতির কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। সে যদি কেবল উইকেট লক্ষ্য করে বল করে যায়, তাহলেও ধারাবাহিকতা থেকে দূরে থাকতে হবে। ১৫৬, ১৫৭ কিলোমিটার গতি খুবই ভালো। কিন্তু কোথায় বল ফেলছে বা বল কীভাবে ব্যাটারের কাছে পৌঁছাচ্ছে, সেদিকেও নজর দিতে হবে। সঠিক প্রশিক্ষণ এবং পরামর্শ পেলে সে ভবিষ্যতে ভারতীয় দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারে। '
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: