ইনজুরিতে আইপিএল শেষ কামিন্সের
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০০:৪০

নট আউট ডেস্ক: চোটে পড়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আর কোনো ম্যাচ খেলা হচ্ছে না এই অস্ট্রেলিয়ান পেসারের।
পিঠের নিচের অংশের চোটে ভুগছেন কামিন্স। এই চোট কাটিয়ে আবারও মাঠে ফিরতে তার বেশ কিছু দিন সময় লাগতে পারে। তাই জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেছেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অজি।
কামিন্সের আইপিএলে না থাকাটা কলকাতার জন্য মোটেও সুখকর নয়। তাদের পেস আক্রমণের বড় অস্ত্র ছিলেন এই পেসার। এবারের আসরে পাঁচ ম্যাচে সাত উইকেট শিকার করেছেন তিনি। নিজের সর্বশেষ ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি৷
পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রেখেছেন কামিন্স। গত ৬ এপ্রিল পুনেতে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম দেখায় ১৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। যেখানে ১৪ বলে ফিফটি করে আইপিএল ইতিহাসে যৌথভাবে দ্রুত ফিফটির রেকর্ড গড়েন অজি তারকা।
কামিন্সের চোট অবশ্য তেমন একটা গুরুতর নয়। আশা করা যাচ্ছে, তিনি দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন। যে কারণে জুনে শ্রীলঙ্কা সফরে তাকে দলে পেতে পারে অস্ট্রেলিয়া। তাছাড়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তাই পাঁচ ওয়ানডে ও দুই টেস্টে অজি এই গতিতারকার খেলার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন কামিন্স। ২০২১-২২ অ্যাশেজ দিয়েই অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে অধিনায়ক হিসেবে তার পথচলা শুরু হয়। চার ম্যাচে ১৮.০৪ গড়ে নিয়েছিলেন সিরিজের সর্বোচ্চ ২১ উইকেট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে ৭.৭৫ ইকোনমিতে সংগ্রহ করেন ২ উইকেট। সর্বশেষ মার্চ-এপ্রিলে পাকিস্তান সফরে তিন টেস্টে ২২.৫ গড়ে নেন ১২ উইকেট৷
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: