প্রশান্তির দুনিয়ায় কোহিলর প্রবেশ
প্রকাশিত: ২০ মে ২০২২ ১৯:১১

বিশ্ব ক্রিকেটে দাপুটে ব্যাটার বিরাট কোহলি পরিণত হয়েছিল হাসির পাত্রে৷ ব্যাট হাতে ডাক কিংবা সামান্য রানের ইনিংস শেষে বিধাতার পানে তাকিয়ে মাথা নিচু করে মাঠ থেকে বের হওয়া ছিল শেষ দুই বছরের নিত্যদিনের চিত্র৷ জাতীয় দলে নেতৃত্বে পদত্যাগ করে দায়িত্ব ছেড়েছিলেন আইপিএলে প্রিয় দলের৷ তবুও কিছুতেই হচ্ছিল না কিছু৷ তবে ফিরেছেন স্বরূপে সাথে দলকে জিতিয়ে পুরনো দিনের কোহলি মাঠ ছেড়েছেন নতুন করে৷
চলতি আইপিএলে কোহলি ছিলেন হতাশগ্রস্থ খেলোয়াড়৷ পরামর্শের সুযোগে মজা নিতেও ভুল করেনি দু-একজন৷ বিশ্রামে যাওয়ার কথা বলেছিলেম বড় বড় সাবেক তারকা ক্রিকেটাররা৷ শঙ্কা জেগেছিল জাতীয় দল থেকেও বিশ্রামের নামে বাদ পরার৷ বৃহস্পতিবার (১৯ মে) টিকে থাকার লড়াইয়ে দলকে জেতাতে পেরে খুশি এই বিধ্বংসী ব্যাটার৷ ফিরেছেন প্রশান্তির দুনিয়াতে৷
দূর্দান্ত ব্যাটিংয়ে ৭৩ রানের ইনিংসের কল্যাণে দীর্ঘ সময় পর ম্যাচ সেরার খেতাব পান কোহলি৷ ম্যাচ শেষে কোহলি বলেন; স্বাভাবিকভাবে এটা অনেক বড় ও আমাদের কাছে টিকে থাকার ম্যাচ৷ এমন ম্যাচে যেকোন খেলোয়াড়েরর জন্য ভালো খেলা প্রশান্তির৷ এমন দিন ভালো খেলতে পেরে আমি খুশি কারন দীর্ঘসময় দলের জয়ে আমার কোন অবদান ছিল না৷
হতাশা থাকলেও পরিশ্রম বন্ধ করেননি বিরাট৷ এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্ঠা করেছি৷ ম্যাচের আগেরদিন ৯০ মিনিট নেটে ব্যাটিং করেছি৷ নিজের ভুলগুলো শুধরিয়ে নিজেকে ফেরানোর চেষ্ঠার কোন কমতি নয়৷ আজকের মত আরও অনেক ম্যাচ দলকে জেতাতে চাই৷
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: