নতুন পরিকল্পনায় ইডেন, প্রবল বৃষ্টিতেও নেই ভয়
প্রকাশিত: ২০ মে ২০২২ ২০:২১

দীর্ঘ সময় কলকাতার ইডেন গার্ডেনে ফিরছে আইপিএলের ম্যাচ৷ আড়াই বছর পর লিগের প্লে-অফ অনুষ্ঠিত হবে এই মাঠে৷ যা রূপ নিবে একপ্রকার উৎসবে৷ তবে উৎসবের আগে বড় শঙ্কা বৃষ্টি৷ কিন্তু নতুন পরিকল্পনায় সমস্ত শঙ্কার ইতি টেনেছেন সিএবি।
মাঠের জন্য বিশেষ একটি আচ্ছাদন আনা হয়েছে যা পিচ থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত ঢেকে দিতে পারবে। পুরো মাঠ থাকবে আচ্ছাদনের নীচে। বৃষ্টি থালেই যাতে কয়েক মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া যায়।
ইডেনে যদিও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। তবে আলোকসজ্জার প্রদর্শনী থাকছে। এ বারের দুর্গাপুজোয় বুর্জ খলিফা যারা তৈরি করেছিল, তারাই ইডেনের আলোকসজ্জার দায়িত্ব নিয়েছে। পিচ তৈরি করা হয়েছে ব্যাটারদের কথা ভেবেই। যেখানে টস কোনও পার্থক্য গড়বে না।
শিশিরের সম্ভাবনাও নেই। টস জিতে ব্যাট করলেও সমস্যায় পড়বে না কোনও দল। স্পিনাররাও কিছুটা সাহায্য পেতে পারেন।
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: