পোলার্ড অবিচ্ছেদ্য হলেও বিকল্প ভাবছে মুম্বাই
প্রকাশিত: ২১ মে ২০২২ ১৮:৫৪

নিউজ ডেস্ক: চলতি আসরে কাইরন পোলার্ডের ব্যাট কথা বলছে না। বল হাতেও মলিন এই পেস বোলিং অলরাউন্ডার। সর্বশেষ কয়েকটি ম্যাচে একাদশ থেকেও বাদ পড়েছেন এই ক্যারিবিয়ান। তবে তিনি এখনও মুম্বাই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ এমনটাই বলেছেন মাহেলা জয়াবর্ধনে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ১১ ম্যাচে প্রায় ১৪ গড়ে ১৪৪ রান করেছেন পোলার্ড। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১০৭ স্ট্রাইকরেটে। অথচ পুরো আইপিএলে তার স্ট্রাইকরেট প্রায় দেড়শো।
বল হাতেও এবারের আসরে সুবিধা করতে পারছেন না তিনি। ১১ ম্যাচে শিকার করেছেন মোটে ৪ উইকেট। যেখানে ওভারপ্রতি তিনি ৮.৯৩ রান করে খরচ করেছেন। এমন পারফরম্যান্সের পর পরের আসরে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে।
জয়াবর্ধনে বলেন, 'অবশ্যই, পলি (কাইরন পোলার্ড) আমাদের (মুম্বাই ইন্ডিয়ান্স) অবিচ্ছেদ্য অংশ। লম্বা সময় ধরে সে মুম্বাইয়ের সঙ্গে আছে। সে দারুণ ভাবে তার দায়িত্ব পালন করেছে।'
পোলার্ডের পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকয় তিনি দল থেকে বাদ পড়েছেন। এমনকি তার বিকল্প ভাবনাও ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট যার ইঙ্গিত মিলেছে জয়াবর্ধনের কথায়। পোলার্ডের পরিবর্তে একাদশে নতুন কাউকে ভাবছে তারা।
মুম্বাইয়ের প্রধান কোচ বলেন, 'এবারের আসরে স্পষ্টতই সে নিজের সঙ্গে লড়াই করেছে। আরও সামনে এগিয়ে যেতে এটি আমাদের জন্য একটি সুযোগ। দল বানাতে এটা আমাদেরকে বিকল্প ভাবতে সুযোগ তৈরি করে দিয়েছে।'
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: