আইপিএলে দূর্দান্ত করেও হতাশ বাটলার
প্রকাশিত: ২৪ মে ২০২২ ০৭:৩০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের শুরুতে দুর্দান্ত ফর্মে ছিলেন জস বাটলার। দলকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি ফর্ম হারিয়েছেন। আসরের শেষ দিকে এসে ব্যাট হাতে একেবারেই বিবর্ণ এই ইংলিশ ওপেনার। নিজের এমন বাজে ফর্ম নিয়ে হতাশ তিনি।
সর্বশেষ পাঁচ ম্যাচে বাটলারের করেছেন যথাক্রমে ২, ২, ৭, ৩০ এবং ২২ রান। ইনিংস ওপেন করতে নেমে তার এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা বাজে সময় পার করছেন তিনি। তাছাড়া দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ব্যাটিং লাইনআপ অনেকাংশেই নির্ভর করে তার ওপর।
অথচ আসরের শুরুটা তিনি দারুণভাবে করেছিলেন। শেষ দিকের এমন বাজে পারফরম্যান্সের পরও আসরে তিনি ১৪ ম্যাচে প্রায় ৪৮ গড়ে তিনি ৬২৯ রান করেছেন। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ইংলিশ ওপেনার।
বাটলার বলেন, 'আইপিএলে আমার ফর্ম নিয়ে আমি আনন্দিত, কিন্তু শেষ কয়েকটি ম্যাচ নিয়ে আমি কিছুটা হতাশ। প্রথমার্ধে (টুর্নামেন্টের) আমি আমার সেরা ক্রিকেট খেলেছিলাম। আমি এখনও অনেক আত্মবিশ্বাসী, প্লে অফে ভালো কিছু করতে পারবো।
এদিকে সদ্য প্রায়াত শেন ওয়ার্ন এক সময় রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন। বাটলার মনে করেন, ওয়ার্নের আর্শীবাদ তার সঙ্গে আছে। তাছাড়া এই কিংবদন্তী স্বর্গ থেকে তার খেলা দেখেন বলে বিশ্বাস বাটলারের।
তিনি বলেন, 'ওয়ার্ন স্যার রাজস্থানের হয়ে খেলেছেন, এটা আমার জন্য বিশেষ কিছু। আমি মনে করি তার আশীর্বাদ আমার সঙ্গে আছে। আমার মনে হচ্ছে, সে আমাকে উপর থেকে দেখছে।'
-নট আউট/এমআরএস
আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি
সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...
মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...

আপনার মূল্যবান মতামত দিন: