ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আইপিএলের উপার্জনে বাবাকে উমরানের গাড়ি উপহার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২২ ০৪:৪০

গতির রাজা উমরান মালিক৷ ছবি সংগ্রহীত গতির রাজা উমরান মালিক৷ ছবি সংগ্রহীত

নট আউট ডেস্ক: এবারের আইপিএলটা ভালো যায়নি সানরাইজার্স হায়দরাবাদের। তবে বল হাতে বাইশ গজে আগুন ছুটিয়েছেন দলের কাশ্মীরি পেসার উমরান মালিক।

ধারাবাহিকতার অভাব থাকলেও বেশ কিছু ম্যাচে দারুণ বোলিং করেছেন উমরান। একই সাথে এবারের আসরের ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জিতে নিয়েছেন এই গতি তরকা।

আর দারুণ এই পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

আইপিএলে হায়দরাবাদের ১৪ টি ম্যাচেই ম্যাচের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি করে মোট ১৪ লক্ষ্য টাকা জিতেছেন উমরান। তার আইপিএলের এই রোজগার থেকে বাবা আবদুল রশিদকে গাড়ি কিনে দিয়েছেন তিনি।

ছেলের কাছ থেকে গাড়ি উপহার খুব খুশি উমরানের বাবা। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন,‘আইপিএলে ওর রোজগার থেকে আমাকে একটা গাড়ি উপহার দিয়েছে উমরান। আমি খুব খুশি।

আমরা সবসময়েই ওকে আনন্দে রাখতে চাইতাম, ওর সব আবদার মেটানোর চেষ্টা করেছি। এখন ও নিজেও তাই করছে। তবে আমার চেয়েও বেশি খুশি আমার স্ত্রী। ছেলের সাফল্য দেখে ও খুব আনন্দে রয়েছে।’

আগামী জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের ভারতীয় দলে উমরান মালিককে বেছে নেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের এই গতিদানব ২০২২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। তবে সেইজন্য নয়, বরং নিয়মিত ১৫০কিমি প্রতি ঘন্টার বেশি গতিতে বল করার কারণেই তাকে দেখে সকলে মুগ্ধ হয়েছিল। এখন তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ায় আনন্দিত সকল ক্রিকেটপ্রেমীরা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...