ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এক বছরে দুই আইপিএল, সম্ভাবনা দেখছেন চোপড়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২২ ০৭:৪০

আকাশ চোপড়া। ছবি সংগৃহীত আকাশ চোপড়া। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্বে আলাদা কদর করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বছরে এই লিগ যেন টাকার আরেক নাম। নিজেরা যেমন মোটা অঙ্কের টাকা আয় করে তেমনি তৈরী করে ভবিষ্যত ভারতীয় তারকা। প্রতিনিয়ত জনপ্রিয়তা বৃদ্ধির কারনে এক বছরে দুইবার আইপিএল হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন  ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। 

খুব শীঘ্রই এমন হওয়ার সম্ভাবনা খুব একটা না থাকলেও ভবিষ্যতে এমন কিছু অপেক্ষা করছে বলে মন্তব্য করেন ভারতীয় সাবেক এই ক্রিকেটার। এর আগে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আইপিএলের প্রধান পৃষ্ঠপোষক ছিল ডিএলএফ। এরপর আইপিএলের স্পন্সর হয় পেপসি।

পরবর্তীতে ভিভো ও ড্রিম ইলেভেন আপিএলের স্পন্সর করেছে। এবার টাটার সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে আইপিএলের। আকাশ মনে করেন এই চুক্তির মেয়াদ শেষেই দেখা যেতে পারে এক বছরে দুই আইপিএল।


এ প্রসঙ্গে আকাশ বলেন, 'এটা নিশ্চিত যে আইপিএল শুধু ৯০ ম্যাচের একটি টুর্নামেন্ট থাকবে না। আপনি জিজ্ঞেস করতে পারেন এটা কেন হবে? এটা আপনার আর আমার বিষয় নয়। এটা তার বাজারই নিশ্চিত করবে।'

দুটি আইপিএলের পরিধি কেমন হবে সেই বিষয়েও ধারণা দিয়েছেন আকাশ। তিনি মনে করেন ৯৪ ম্যাচের বড় একটি আইপিএল হবেই। সেই সঙ্গে এক মাসের আরেকটি ছোটো আইপিএল হবে। যেখানে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে।

আকাশের ভাষ্য, 'এটা হয়তো এখনই হবে না। এটা এই সাইকেলে হবে না। এমনকি এটা আগামী পাঁচ বছরেও হবে না কিন্তু এটা পাঁচ বছর পর হবে। আমি শতভাগ নিশ্চিত এটা হবেই। সেখানে একটি বড় আইপিএল থাকবে যেখানে ৯৪ ম্যাচ হবে এবং আরেকটি আইপিএল হবে ছোটো। যার পরিধি হবে এক মাসের। সম্ভবত সেখানে প্রতি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...