ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

আইপিএলের সম্প্রচার সত্ত্ব বিক্রি প্রায় ৫ বিলিয়ন ডলারে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২২ ২২:১৪

আইপিএল। ছবি সংগৃহীত আইপিএল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেটে আইপিএলের আলাদা কদর রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন এই লিগ থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন তেমনি নিজেদের পাইপলাইন আরও সমৃদ্ধ হয়। শুধু নিজ দেশের হয় এমনটি নয়। বিভিন্ন দেশের প্রতিভাবান খেলোয়াড়দের দিকে পাখির চোখ থাকার কারনে সুযোগ পেয়ে তরুণরা তা কাজে লাগায় সর্বোচ্চভাবেই। 

আইপিএলের জনপ্রিয়তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে অর্থ। আইপিএলের নতুন সম্প্রচার সত্ত্ব ইতোমধ্যে প্রায় ৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

যা ২০১৭ থেকে ২০২২ আইপিএলের সম্প্রচার সত্ত্বের প্রায় আড়াই গুণ বেশি। সর্বশেষ পাঁচ বছরের চক্রের জন্য আইপিএলের সম্প্রচার বাবদ ১৬ হাজার ৩৪৭ কোটি টাকা আয় করেছিল বিসিসিআই।

তবে চলতি বছরের আয় এখানেই শেষ নয়, খবরে জানানো হয়েছে এবার অর্থ আয়ের পরিমাণ বাড়বে আরও। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত পরবর্তী পাঁচ বছরের সম্প্রচার সত্ত্ব নিলামের আওতায় এনে বিক্রি করছে বিসিসিআই। এই নিলাম প্রক্রিয়াকে মোট চারটি আলাদা প্যাকেজে ভাগ করেছে বিসিসিআই।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের আইপিএলের সম্প্রচার সত্ত্বের জন্য জি এন্টারপ্রাইজ লিমিটেড (জিইইএল), রিলায়েন্স-ভিয়াকম ১৮, ডিজনি স্টার নেটওয়ার্ক এবং সনি নেটওয়ার্ক নিলামে অংশ নিয়েছে।

প্রতিটি প্যাকেজের জন্য তাদের আলাদা করে নিলামে দাম হাঁকাতে হবে। এরমধ্যে প্যাকেজ ‘এ’ এবং প্যাকেজ ‘বি’ থেকেই প্রায় ৫ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে বিসিসিআই। বাংলাদেশি অর্থমূল্যে যা ৪৪ হাজার কোটি টাকার চেয়েও বেশি। তবে নিলামে কারা জিতেছে সে বিষয়ে অফিশিয়াল কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই।

প্যাকেজ ‘এ’ হচ্ছে ভারতীয় উপমহাদেশে টিভি সত্ত্বের জন্য। প্যাকেজ ‘বি’ হচ্ছে উপমহাদেশে ডিজিটাল সম্প্রচারের জন্য। এরমধ্যে প্যাকেজ ‘এ’ এর জন্য ২.৭২ বিলিয়ন ডলার বা ২৩ হাজার ৫৭৫ কোটি রুপি খরচ করেছে নিলামে জেতা কোম্পানি। এ ছাড়া প্যাকেজ ‘বি’ এর জন্য ২.২৭ বিলিয়ন ডলার বাঁ ২০ হাজার ৫০০ কোটি রুপি খরচ করেছে নিলামে জেতা কোম্পানি।

প্যাকেজ ‘এ’, ‘বি’ ছাড়া রয়েছে প্যাকেজ ‘সি’ ও ‘ডি’। এই মুহূর্তে এই দুই প্যাকেজের জন্য লড়ছে কোম্পানিগুলো। এরমধ্যে প্যাকেজ ‘সি’ হচ্ছে নির্বাচিত ১৮টি ম্যাচের জন্য। যে ম্যাচগুলোর মধ্যে উদ্বোধনী ম্যাচ, ফাইনাল, এ ছাড়াও সপ্তাহের বন্ধের দিনের ম্যাচগুলো রয়েছে।প্যাকেজ ‘ডি’ হচ্ছে উপমহাদেশের বাইরের জন্য, যেখানে টিভি এবং ডিজিটাল দুই মিডিয়ার সম্প্রচার সত্ত্ব থাকবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...